শনিবার   এপ্রিল ৫ ২০২৫   ২১  চৈত্র  ১৪৩১


নওগাঁয় সহকারী কমিশনারের বাসায় গুলি

মোঃ আরাফাত আলী

Updated 25-Jan-30 /   |   নওগাঁ জেলা প্রতিনিধি   Read : 24

নওগাঁর নিয়ামতপুরে উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) বাসা লক্ষ্য করে গুলি ছুড়ছেন দুর্বৃত্তরা। 

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) ভোরে এই ঘটনা ঘটে। এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি রেজাউল করিমের সঙ্গে যোগাযোগ করে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল বলেন, গতকাল রাতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিমের বাসা লক্ষ্য করে গুলি চালিয়েছেন দুর্বৃত্তরা। প্রাথমিকভাবে সেখানে ৪ রাউন্ড গুলি ছোড়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। গুলি বাসার জানালার গ্লাস ভেদ করে রুমের ভেতরে প্রবেশ করে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।