বান্দরবান সদরে অবস্থিত ঐতিহ্যবাহী মন্দির সার্বজনীন শ্রী শ্রী লোকনাথ সেবাশ্রম পরিচালনা কমিটির সহযোগিতায় এবং সূর্যদেব সংঘের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে শ্রী শ্রী সরস্বতী পুজা ২০২৫ ।
মূলত সরস্বতী হচ্ছে বৈদিক সংস্কৃত শব্দ যার মূল উৎস হচ্ছে সনাতন ধর্মের প্রধান এবং সবচেয়ে প্রাচীন শাস্ত্র বেদ। পবিত্র বেদ এর বিভিন্ন মন্ত্রে সরস্বতী শব্দের প্রয়োগ রয়েছে এবং অসংখ্য গুনবাচক নামের মধ্যে একটি হচ্ছে সরস্বতী। প্রতিবছর মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে সরস্বতী পুজার আয়োজন করা হয়। এজন্য সরস্বতী পুজাকে বসন্ত পঞ্চমী নামেও ডাকা হয়।
এবছর ৩রা ফেব্রুয়ারি সোমবার সকাল ৬টা ৫২ মিনিট পর্যন্ত পঞ্চমী থাকবে।
প্রসঙ্গত গত ১৭ বছর ধরে একালাবাসীর সার্বিক সহযোগিতায় উদযাপন হচ্ছে এই সরস্বতী পুজা, সময়ের পরিবর্তনে পুজার দায়িত্ব নিচ্ছেন নতুন প্রজন্ম, তবে নিজেদের ধর্মীয় সংস্কৃতির ধরে রাখার পাশাপাশি নিজেদের মাঝে ধর্মীয় জ্ঞান প্রসারে তারা বদ্ধপরিকর।
পুজার কর্মসূচির মধ্যে রয়েছে, সকাল ১০ঘটিকায় পুষ্পাঞ্জলি প্রদান, সকাল ১১টায় গীতাপাঠ , পরিবেশনায় থাকবেন সার্বজনীন শ্রী শ্রী লোকনাথ গীতাশিক্ষা ও নৈতিক শিক্ষালয় এর শিক্ষার্থীবৃন্দ। পাশাপাশি সন্ধ্যায় সন্ধ্যা আরতি এবং সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিদ্যার্থীদের মাঝে পুরষ্কার বিতরণী ইত্যাদি । আয়োজক কমিটি উক্ত মাঙ্গলিক অনুষ্ঠানে সকলের অংশগ্রহণ ও সহযোগিতা প্রত্যাশা করেছেন।
পুজাঙ্গন: সার্বজনীন শ্রী শ্রী লোকনাথ সেবাশ্রম, স্টেডিয়াম এলাকা, বান্দরবান সদর, বান্দরবান পার্বত্য জেলা