নওগাঁর মহাদেবপুরে পাহাড়ি নারীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে গ্রামবাসী।
শুক্রবার রাতে মো. আক্তার হোসেন নামের ওই যুবককে আটক করা হয় বলে মহাদেবপুর থানার ওসি নজরুল ইসলাম জুয়েল জানান।আক্তার (২০) মহাদেবপুর উপজেলার সদর ইউনিয়নের জোয়ানপুর গ্রামের এন্তাজ আলীর ছেলে।
ওই গৃহবধূর বাবা বলেন, পাঁচ বছর আগে তার মেয়ের উপজেলার চেরাগপুর ইউনিয়নের ধনজইল গ্রামে বিয়ে হয়। তার সংসারে তিন বছর বয়সী একটি ছেলে রয়েছে। কিন্তু স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় একবছর থেকে মেয়ে তার বাড়িতে রয়েছেন।
ওই গৃহবধূর অভিযোগ, “আক্তারের সঙ্গে তার মোবাইল ফোনে পরিচয় হয় এবং এব পর্যায়ে তাদের সখ্যতা তৈরি হয়। শুক্রবার লক্ষ্মীপূজা দেখার জন্য তিনি আক্তারকে মোবাইল ফোনে তাদের গ্রামে আসার জন্য বললে আক্তার সেখানে যায়।
“পরে রাত সাড়ে ৭ টায় তারা বাড়ির পাশের্ একটি বাঁশঝাড়ে গল্প করার সময় আক্তার তাকে ধর্ষণের চেষ্টা করে। পরে আক্তার পালিয়ে যাওবার চেষ্টা করলে গ্রামের লোকজন তাকে আটক করে রেখে থানায় খবর দেয়।”
এ ঘটনায় আক্তারের বিরুদ্ধে ওই গৃহবধূ বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন বলে ওসি জানান।