শনিবার   এপ্রিল ৫ ২০২৫   ২১  চৈত্র  ১৪৩১


সোনাগাজীতে হোয়াটসঅ্যাপ গ্রুপে দেশবিরোধী ষড়যন্ত্র ছাত্রলীগ যুবলীগের ৩১ জনের বিরুদ্ধে মামলা

Shariful Islam

Updated 25-Feb-13 /   |   সোনাগাজী (ফেনী) উপজেলা প্রতিনিধি   Read : 42

ফেনীর সোনাগাজীতের হোয়াটসঅ্যাপ গ্রুপে দেশবিরোধী ষড়যন্ত্র করে মিটিং করার অভিযোগে ছাত্রলীগ ও যুবলীগের ৩১ জন নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।গত সোমবার মডেল থানায় মামলাটি দায়ের করেছেন উপজেলার সোনাপুর গ্রামের বিএনপি কর্মী নুরুল আফচার।

সন্ত্রাস দমন আইনে দায়ের মামলায় ১১ জনের নাম উল্লেখ করা হয়েছে।তারা হলেন আজিজুর রহমান তসলিম,মাইন উদ্দিন,সাদ্দাম,আইয়ুব নবী ফরহাদ,সায়েদ আনোয়ার,রিফাত হোসেন,রাকিব হোসেন,নাজিম উদ্দিন,জহির উদ্দিন,হৃদয়,ওমর ফারুক।অভিযুক্তরা সবাই সোনাপুরের বাসিন্দ।

এছাড়াও অজ্ঞাত আরো ২০ জনকে অভিযুক্ত করা হয়েছে।মামলার বাদীর দাবী অভিযুক্তরা ছাত্রলীগ ও যুবলীগের রাজনীতির সাথে জড়িত।

মামলার এজহার সুত্রে জানা যায়, আমিরবাদ ইউনিয়নের সোনাপুর হাইস্কুল মাঠে গত রবিবার রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার বিভিন্ন এলাকা থেকে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা জড়ো হয়ে সভার প্রস্তুতি গ্রহন করেন।বাদি বিষয়টি জানতে পেরে মডেল থানা পুলিশকে অবগত করেন।খবর পেয়ে মডেল থানার উপপরিদর্শক কাজী হাছান উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়।টের পেয়ে সভায় অংশগ্রনকারীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়দের সহায়তায় আজিজুুর রহমান ও মাইন উদ্দিনকে আটক করতে সক্ষম হয় পুলিশ।এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় একাধিক মোবাইল।পরে তল্লাসী করে বাংলা ২৪ তৃনমুল নামীয় হোয়াটসঅ্যাপ গ্রুপে দেশবিরোধী আলাপ আলোচনার প্রমান পাওয়া যায়।

বক্তব্য জানতে অভিযুক্ততের কাউকে খুঁজে পাওয়া যায়নি।তাদের ব্যবহৃত ফোন নাম্বর ও ফেসবুক আইডিও বন্ধ রয়েছে।

কথা হয় অভিযুক্ত কয়েকজনের পরিবারের সাথে।তারা জানায় পুরো ঘটনাটি সাজানো।মামলায় আসামী হওয়া ৩ জন সৌদিআরব ও ২ জন কাতারে অবস্থান করছে,অন্যরা ৫ আগস্টের পর থেকে এলাকা ছেড়ে অজ্ঞাত স্থানে অবস্থান করছে।একজন গ্রেপ্তারের পর সস্প্রতি জামিনে মুক্ত হয়ে বাড়িতে অবস্থান করছিল।গত রবিবার যৌথবাহিনী তাকে বাড়ি থেকে ফের গ্রেপ্তার করেছে।

সোনাগাজী মডেল থানার ওসি বায়েজিদ আখন্দ নোয়াখালী প্রশিক্ষনে থাকায় তার বক্তব্য জানা যায়নি।ওসির ফোনে কল দিলে রিসিভ করেন উপরিদর্শক কামাল হোসেন।বাদির এজহারটি এফআইআর হিসেবে রেকর্ড করেছেন বলে জানান তিনি।