শনিবার   এপ্রিল ৫ ২০২৫   ২১  চৈত্র  ১৪৩১


কুয়েতে শীতের আমেজঃ

Admin user

Updated 20-Nov-07 /   |   Admin   Read : 172
আবহাওয়া

 কুয়েতে মার্চ থেকে অক্টোবর পর্যন্ত ব্যাপক গরম থাকে, কোন কোন সময় তাপমাত্রা 50 ডিগ্রি অতিক্রম করে। কুয়েতের আবহাওয়া পরিবর্তন হতে শুরু করেছে। আজ হঠাৎ আবহাওয়ার ব্যাপক পরিবর্তন। শীতের হিমেল হাওয়া বইতে শুরু করেছে। আজ কুয়েতের বিভিন্ন স্থানে 24 থেকে 26 ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে । শীতের আগমনে প্রবাসী শ্রমিকদের মধ্যে এক ধরনের সস্থি বিরাজ করছে। কারন গরমের প্রতিকূলতার মধ্যে শ্রমিকদের কাজ করতে অনেক কষ্ট হয় । শীতের সময় পরিশ্রমের কাজ করতেও সমস্যা হয় না।