শনিবার   এপ্রিল ৫ ২০২৫   ২১  চৈত্র  ১৪৩১


পার্বত্য জেলা বান্দরবাননাইক্ষ্যংছড়িতে ‘ডেভিল হান্ট’ অভিযানে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

Romjan Ali

Updated 25-Feb-14 /   |   বান্দরবন সদর (বান্দরবন) উপজেলা প্রতিনিধি   Read : 64
পার্বত্য জেলা বান্দরবাননাইক্ষ্যংছড়িতে ‘ডেভিল হান্ট’ অভিযানে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

নাইক্ষ্যংছড়িবান্দরবান

নাইক্ষ্যংছড়িতে ‘ডেভিল হান্ট’ অভিযানে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে পুলিশের বিশেষ অভিযান ‘ডেভিল হান্টে’ গ্রেফতার হয়েছেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য চোচু মং মার্মা (৪০)। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ধুংরী হেডম্যান পাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

নাইক্ষ্যংছড়ি থানার ওসি মো. মাসরুরুল হক জানান, চোচু মং মার্মা ছাত্রলীগের নিষিদ্ধঘোষিত উপজেলা কমিটির সাবেক সভাপতি। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গ্রেফতারের পর তাকে থানায় নেওয়া হয়েছে এবং শুক্রবার দুপুরে আদালতে পাঠানো হবে বলে জানান ওসি।