নওগাঁ সদর উপজেলার তুলসীগঙ্গা নদীর পাড়ের মাটি অবৈধভাবে বিক্রির দায়ে আসলাম নামে একজনের ৩ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনুল আবেদীন।
ইউএনও ইবনুল আবেদীন জানিয়েছেন, 'সদর উপজেলার উত্তর চন্ডিপুর গ্রামের তুলসীগঙ্গা নদীরক্ষা বাঁধ কেটে মাটি বিক্রি করছে কিছু প্রভাবশালী ব্যক্তি' - এলাকাবাসীর কাছ থেকে পাওয়া এমন সংবাদের ভিত্তিতে গতকাল সন্ধ্যায় এলাকায় অভিযানে যায় সদর উপজেলা ভূমি কর্মকর্তা। ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে মাটি কাটা যন্ত্রপাতি রেখে পালিয়ে যায় লোকজন। তবে মাটি বিক্রি চক্রের মূলহোতা চন্ডিপুর গ্রামের আসলাম নামের এক ব্যক্তিকে আটক করা হয়। সঙ্গে জব্দ করা হয় মাটি কাটায় ব্যবহৃত মেশিন ও ৬টি ট্রাক্টর। পাশাপাশি ৩ লাখ টাকা জরিমান আদায় করা হয়। ভবিষ্যতে এমন কাজ না করার জন্য মুছলেকা নেওয়া হয়েছে।