রবিবার   এপ্রিল ৬ ২০২৫   ২৩  চৈত্র  ১৪৩১


জাতীয় কিংবা মফস্বল বলে কিছুই নেই,আমরা সবাই কলম সৈনিক

Mohammad Obaidullah Chowdhury

Updated 25-Feb-18 /   |   চট্রগ্রাম জেলা প্রতিনিধি   Read : 66
ছবি

টেলিভিশন রিপোর্টার্স এসোশিয়েশন অব বাংলাদেশ (ট্র্যাব) এর মুখপাত্র মুহাম্মদ আবু আবিদ বলেছেন, সাংবাদিকতায় শুরুর প্রথম দিন থেকেই শুনছি উনি মফস্বল সাংবাদিক, উনি জাতীয় সাংবাদিক। এসব জিনিসগুলোই আমাদের বিভক্তির জন্য প্রধান দায়ী। সাংবাদিকতা একটি মহান পেশা। জাতির কাছে সম্মান ও ব্যক্তিত্ব নিয়ে আমাদের থাকার কথা। কিন্তু আমরা এসব শব্দচয়নে নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করি।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (সিআরএ) আয়োজিত ‘গণমাধ্যম উন্নয়ন ও সাংবাদিক নির্যাতন প্রতিকার’ সম্পর্কিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যকালে এসব কথা বলেন তিনি।
মুহাম্মদ আবু আবিদ বলেন, পুরো দেশ কমবেশি সাংবাদিক নির্যাতন সবসময়ই হয়ে এসেছে। ২০২৫ সালে দাঁড়িয়ে সাংবাদিক নির্যাতন প্রতিকার নিয়ে মতবিনিময় সভা করাটাই অত্যন্ত নিন্দনীয় কাজ। সাংবাদিক নির্যাতনের প্রধান কারণ সাংবাদিকদের মধ্যে ঐক্যহীনতা। পত্রিকা, টিভি, অনলাইন পোর্টাল, আইপি, মাল্টিমিডিয়া সব ভুলে যেয়ে আমাদের মনে রাখতে হবে শেষ বিকেলে আমরা সবাই সাংবাদিক। আজ কারও বিপদে যদি আমরা নিশ্চুপ থাকি, তাহলে কাল এটি আপনার সঙ্গে ঘটবে। তখনও বাকিরা চুপ থাকবে।
তিনি আরও বলেন, আমি এটাও স্বীকার করে নিচ্ছি সাংবাদিক পরিচয়ে কিছু মানুষ চাঁদাবাজিতে লিপ্ত। আমি পরিষ্কার করে দিতে চাই, দূর্ণীতিবাজ কিংবা চাঁদাবাজদের পরিচয় কেবলই চাঁদাবাজ, তারা কোন সাংবাদিক নয়। আর আপনি যদি সৎ হয়ে থাকেন, তাহলে তো চাঁদাবাজরা আপনার কোন ক্ষতি করতে পারবে না। তাহলে তাদের ভয় পাওয়ারও কিছু নেই।
এ সময় চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সোহাগ আরেফিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন দৈনিক কালের প্রতিচ্ছবির সম্পাদক হাসান আল মামুন, সিআরএ এর সাধারণ সম্পাদক নুরুল আমিন খোকন, রাজু আহমেদ, মো. রুবেল, সোহেল আহমেদ, শহিদুল ইসলামসহ বিশিষ্ট সাংবাদিকবৃন্দ ও ব্যক্তিবর্গ।
মুহাম্মদ আবু আবিদ বাংলাদেশের জনপ্রিয় একজন সমাজকর্মী ও বিশিষ্ট সাংবাদিক। তিনি ঢাকা মেট্রোপলিটন ক্রাইম রিপোর্টার্স সোসাইটির মুখপাত্র ও সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। বাংলাদেশের স্বনামধন্য সামাজিক সংগঠন দুর্বার তারুণ্য ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও বর্তমান চেয়ারম্যান। এ ছাড়াও তিনি দৈনিক অন্যদিগন্ত, দৈনিক সবুজ বাংলাদেশ, চ্যানেল ২৪, দেশ বাংলা ৭১ নিউজ, দৈনিক বজ্রধ্বনিসহ নানা গণমাধ্যমে কাজ করেছেন। বর্তমানে তিনি ঢাকা থেকে প্রকাশিত মিডিয়াভুক্ত পত্রিকা দৈনিক আলোকিত প্রতিদিনের ব্যবস্থপনা সম্পাদক ও অনলাইন চিফ হিসেবে দায়িত্ব পালন করছেন।