গতকাল এক অনুষ্ঠানের মাধ্যমে মাহবুল্লাহ KFC রেস্টুরেন্ট এ খুলনা টাইটান্স ক্রিকেট ক্লাব কুয়েত এর জার্সি উন্মোচন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন ক্লাবটির প্রধান পৃষ্টপোষক মারুফ হোসেন, বিশেষ অতিথী হিসাবে উপস্থিত ছিলেন জনাব শেখ মনির আহমেদ, ম্যানেজার বাংলাদেশ ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাব, হাসান কামাল ম্যাচ অফিসিয়াল স্কোরার, কুয়েত ক্রিকেট, অধিনায়ক রায়হান, সহ অধিনায়ক হোসাইন,সহ টিমের সকল প্লেয়ার। টিমের সকল প্লেয়ারদেরকে সিজনের নতুন জার্সি ও ক্যাপ দেওয়া হয়।