কুরআন প্রতিযোগিতায় ১ম তানযীমুল উম্মাহ হিফয মাদ্রাসার ছাত্র।
বৃহত্তর ময়মনসিংহ বিভাগীয় পর্যায় ময়মনসিংহ যুব সমিতি, ঢাকা-এর উদ্যোগে আয়োজিত “আল কুরআনের আলোক যাত্রা” প্রতিযোগিতার ফাইনাল পর্বে তানযীমুল উম্মাহ হিফয মাদ্রাসা, টাঙ্গাইল শাখার ছাত্ররা অসাধারণ সাফল্য অর্জন করেছে।
২০ পারা গ্রুপে প্রথম স্থান অর্জন করেছেন হাফেজ আব্দুল্লাহ আল নুর, এবং ১০ পারা গ্রুপে চতুর্থ স্থান অর্জন করেছেন হাফেজ আশরাফুল মাহাদ। তাদের এই গৌরবময় অর্জনের জন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা হয়েছে।
তানযীমুল উম্মাহ হিফয মাদ্রাসা, টাঙ্গাইল শাখার পক্ষ থেকে সকল ছাত্র, অভিভাবক এবং দেশবাসীকে আন্তরিক মোবারকবাদ জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রিন্সিপাল হাফেজ মুহা: খাইরুল ইসলাম।
তিনি বলেন, “এই অর্জন আমাদের জন্য গর্বের বিষয়। ভবিষ্যতেও আমাদের ছাত্ররা কুরআন চর্চায় আরও অগ্রসর হবে এবং দেশ ও ইসলামের খেদমতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা আশা করছি।”