আধিপত্য বিস্তারের জেরে রাজশাহীর পুঠিয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। রোববার (২৩ ফেব্রুয়ারি) সকালে রাজশাহী-নাটোর মহাসড়কের বিড়ালদহ মাজার এলাকায় সংঘর্ষ হয়।
স্থানীয়রা জানায়, বিএনপি নেতা আনোয়ারুল ইসলাম জুম্মার একজন অনুসারী ইউপি সদস্য রফিকুল। তার কাছে টিসিবি কার্ডের ভাগ-বাটোয়ারা চায় পুঠিয়া উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ইসফা খায়রুল হক শিমুলের সমর্থকরা। এ নিয়ে দ্বন্দ্বের জেরে রফিকুলকে মারধর ও ছুরিকাঘাত করে শিমুলের সমর্থকরা। পরে স্থানীয়রা তাকে রাজশাহী মেডিকেলে ভর্তি করে।
এদিকে, হামলার খবর পেয়ে ঘটনাস্থলে যান আনোয়ারুল ইসলাম জুম্মার সমর্থকরা। শুরু হয় দু’পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। পরে রফিকুল ইসলামের ওপর হামলার প্রতিবাদে রাজশাহী-নাটোর মহাসড়ক অবরোধ করে বিএনপির একাংশ।
এতে সড়কের দু’পাশে আটকা পড়ে শত শত যানবাহন। পরে সেনাবাহিনী গিয়ে আবরোধ তুলে দিলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।