শনিবার   এপ্রিল ৫ ২০২৫   ২১  চৈত্র  ১৪৩১


বান্দরবানে এক যুবককে বলাৎকারের অভিযোগে জরিমানা ও যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড

Diponkor Mallik

Updated 25-Feb-24 /   |   Sadar Representative   Read : 155
ছবি

বান্দরবান সদরে মোঃ ওসমান (৪১) নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বলাৎকারের ঘটনায় তাকে এই  আদেশ দিয়েছেন বান্দরবান জেলা দায়রা জজ আদালত। শ্বাস্তি হিসেবে যাবজ্জীবন ও অর্থদন্ড এক লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। আজ সোমবার(২৪ ফেব্রুয়ারি) সকালে বান্দরবান নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জনাবা জেবুন্নাহার আয়শার আদালতে এই আদেশ দেওয়া হয়। আসামী মোঃ  ওসমানের স্থায়ী ঠিকানা চট্টগ্রামের রাঙ্গুনিয়ায়। তার পিতা মৃত: নূর হোমাম্মদ বলে জানা যায়। মামলা সূত্রে জানা যায়, গত, ২০২২ সালের ১৯ আগস্ট সন্ধ্যা ৭:৩০ ঘটিকার সময় বান্দরবান সদরস্থ রাজারমাঠ থেকে স্টেডিয়াম এলাকায় রিকশা যোগে যাওয়ার পথে রিকশাটি ফায়ার সার্ভিস এলাকায় পৌঁছালে রিকশা চালক রিকশায় থাকা ওই যুবককে নাস্তা খাওয়ানোর প্রলোভন দেখিয়ে গিরিছায়া গার্ডেন নামে একটি রিসোর্টের এক কোণায় নিয়ে যায় এবং তাকে ভয় দেখিয়ে জোরপূর্বক বলৎকার করে। পরে যুবকের কান্নাকাটি শুনে স্থানীয় জনগণ এগিয়ে আসলে যুবকের সাথে জোরপূর্বক বলাৎকারের ঘটনা জানাজানি হলে পুলিশের সহযোগীতায় আসামী মোঃ ওসমানকে গ্রেপ্তার করা হয়। জেলা দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) জনাব মোহাম্মদ ইসমাইল বলেন, আসামির বিরুদ্ধে আনিত অভিযোগ দীর্ঘ ৩বছর পরে স্বাক্ষ প্রমাণের ভিত্তিতে অভিযোগে অভিযুক্ত সত্য প্রমাণিত হওয়ায় আদালতের বিচারক আজ অভিযুক্ত ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়ে কারাগারে প্রেরণ করেন।