শনিবার   এপ্রিল ৫ ২০২৫   ২১  চৈত্র  ১৪৩১


নাগেশ্বরীতে অটোচালক হত্যা ও  ছিনতাই: রংপুর থেকে দুইজন গ্রেফতার 

Faridul Islam Surjo

Updated 25-Mar-04 /   |   নাগেশ্বরী (কুড়িগ্রাম) উপজেলা প্রতিনিধি   Read : 27

নাগেশ্বরীতে অটোচালক হত্যা ও  ছিনতাই: রংপুর থেকে দুইজন গ্রেফতার 

নাগেশ্বরীতে অটোচালক বেলাল হোসেন হত্যার ঘটনায় জড়িত থাকার সন্দেহে রংপুর থেকে দুইজনকে গ্রেফতার করেছে নাগেশ্বরী থানা পুলিশ ও রংপুর সদর থানা পুলিশের যৌথ টিম।

গত ৩ মার্চ রাত১০.০০টায় রংপুর সদর উপজেলার পুরাতন অটো ক্রয়-বিক্রয়ের একটি দোকান থেকে নিহত চালকের অটোটি উদ্ধার করা হয়। দোকানটির মালিক মো. আক্কাস আলী। এ সময় মো. জাহিদুল হক (৫৬) ও মো. আক্কাস আলী (৩৮) নামে দুইজনকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের মোবাইল কল লিস্ট পরীক্ষা করে দেখা গেছে, তারা ঘটনার তিন দিন পূর্ব থেকেই একে অপরের সঙ্গে নিয়মিত যোগাযোগ করেছে। জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে যে, অটো ছিনতাইয়ের পরিকল্পনা আগেই করা হয়েছিল।

উল্লেখ্য, গত ১ মার্চ নাগেশ্বরী উপজেলার নেওয়াশী ইউনিয়নের হীরার ভিটায় ধানক্ষেতে বেলাল হোসেনের মরদেহ উদ্ধার করা হয়। তিনি কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার খোচাবাড়ী গ্রামের বাসিন্দা ছিলেন।

নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ মো. রেজাউল করিম রেজা জানান, এই হত্যা ও অটো ছিনতাই মামলার এজাহারভুক্ত আসামি মো. রিয়াজুল হক (৪০) এখনও পলাতক রয়েছেন। তাকে গ্রেফতার করা গেলে হত্যার পুরো রহস্য উদঘাটন সম্ভব হবে বলে তিনি জানান।

পুলিশ ইতোমধ্যে তদন্ত জোরদার করেছে এবং পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।