বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কুয়েত শাখা বিএনপির প্রতিষ্ঠাতা, মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরউত্তম এর 85 তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করে। অনুষ্ঠানে কুয়েত বিএনপির নবনির্বাচিত সভাপতি মাহফুজুর রহমান মাহফুজ এর সভাপতিত্বে, নবনির্বাচিত সাধারণ সম্পাদক আবুল হাসেম এনাম এর সঞ্চালনায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন নির্বাচিত সিনিয়র সহসভাপতি আব্দুল কাদের মোল্লা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আজিজ উদ্দিন মিন্টু, সাংগঠনিক সম্পাদক শেখ মোস্তাফা কামাল সহ কুয়েত বিএনপির সিনিয়র সদস্য সোয়েব আহম্মেদ, জালাল আহমেদ চুন্নু মোল্লা, মোহাম্মদ মাঈন উদ্দিন, ওলি উল্লা অলি, হান্নান মজুমদার, আক্তারুজ্জামান শামছ, যুবদলের সাধারণ সম্পাদক শাহাজাহান সবুজ, শ্রমিক দল সভাপতি মমিন উল্লা পাটোয়ারি। কুয়েত যুবদলের সহসভাপতি হাফেজ মাওলানা মোহাম্মদ আলমগীরের কোরআন তেলোয়াতের মাধ্যমে শুরু অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মাওলানা আজিজুর রহমান সিরাজী। অনুষ্ঠানে বক্তারা জিয়াউর রহমানের জীবনী নিয়ে আলোচনা করেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া করা হয়।