শুক্রবার   এপ্রিল ৪ ২০২৫   ২১  চৈত্র  ১৪৩১


বান্দরবানে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে সর্বস্তরের সাধারণ শিক্ষার্থীদের মানববন্ধন

Diponkor Mallik

Updated 25-Mar-12 /   |   Sadar Representative   Read : 136

দেশব্যাপী ধর্ষণ ও নারী নিপীড়নের ঘটনার সুষ্ঠ তদন্ত ও ধর্ষকদের দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবি জানিয়েছেন “ বান্দরবানের সর্বস্তরের সাধারণ শিক্ষার্থীরা”। বুধবার (১২মার্চ) সকাল ১২টার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বান্দরবানের সাধারণ শিক্ষার্থী ও সর্বস্তরের জনতা জড়ো হয়ে মানববন্ধনে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি চেয়ে নানা রকম স্লোগান ও শাস্তি কার্যকরের দাবি জানান।


এসময় শিক্ষার্থী ও সাধারণ জনতা “উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস জাস্টিস”, “উই ওয়ান্ট জাস্টিস, হ্যাংক দ্য র‌্যাপিস্ট”, “আমার সোনার বাংলায়, ধর্ষকদের ঠাঁই নাই”,“তুমি কে? আমি কে? আছিয়া, আছিয়া”,  এমন স্লোগান দিতে থাকেন। মানববন্ধনে সমাজ সেবক মোঃ ইসমাইল বলেন, যে ধর্ষকরা আমাদের মা-বোনদের ইজ্জতের উপর হাত দিচ্ছে তাদের বিরুদ্ধে যতদূত সম্ভব  কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং যারা আমাদের মা-বোনদের শরীরে হাত দিচ্ছে তাদের হাত ভেঙ্গে চুরমার করে দিতে হবে। আজ এইখানে আমরা আওয়াজ তুলে বলতে চাই “সারা বাংলা খবর দে,ধর্ষকদের কবর দে”। 

মানবাধিকার কর্মী ও সুশাসনের জন্য নাগরিক বান্দরবান পার্বত্য জেলা কমিটির সভাপতি ডনাই প্রু নেলী লিলি বলেন এখন কোনও মা-বাবা ধর্ষকের বিরুদ্ধে জাগে নাই যদি মা-বাবারাই জাগত তাহলে কোন ধর্ষক নারীদের উপর ঝাঁপিয়ে পড়তে পারত না। তিনি আরো বলেন বাংলাদেশের মাটিতে কোন ধর্ষককে তোমরা রেহাই দিবে না। ধর্ষকের কোনো জাত নায়, ধর্ম নয়, ধর্ষকের পরিচয় শুধু ধর্ষক। একজন মা ১০মাস ১০ দিন গর্ভে  ধারণ করে একজন সন্তান জন্ম দেন ধর্ষক হওয়ার জন্য না এমনকি কোন মা-ই চাই না ধর্ষকের মা ও হতে চাই না। কোন সন্তান যদি ধর্ষক হয় তাকে আইনের হাতে তুলে দিতে হবে এবং কঠোর শাস্তি দিতে হবে। তিনি সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরো বলেন, তোমরা সকলেই নিজ নিজ অবস্থান থেকে জেগে উঠো, সকলকে জেগে উঠতে হবে। মানববন্ধনে অন্যান্য শিক্ষার্থীরা আরো দাবি জানান ধর্ষকের একমাত্র শাস্তি হলো ফাঁসি।  যদি ধর্ষককে ফাঁসির দড়িতে ঝুলাতে প্রশাসনের কোন ধরত বা মায়া থাকে তাহলে প্রশাসন আমাদের কাছ থেকে দড়ি নিতে পারে। পাশাপাশি অন্য বক্তা বলেন আমরা শুধু ধর্ষণের পরে ধর্ষকের কি কি শাস্তি হবে সেই দাবি জানাচ্ছি কিন্তু ধর্ষণের আগে আমাদের করণীয় কি সেই বিষয়ে কোন দাবি বা পদক্ষেপ জানাচ্ছি না। আমরা চাই বাংলাদেশে শিথিল পরিস্থিতি হোক, আমরা নারীরা নিরাপদে রাস্তায় বের হতে চাই,  বর্তমানে দেশের যে অবস্থা, আমরা দিনের বেলায় ও অনিরাপদ। যেখানে ৪বছরের শিশু ধর্ষণ হচ্ছে, সেখানে আমরা নিরাপদে থাকার প্রশ্নই আসে না! পাশাপাশি তারা সরকারের কাছে দাবি জানান, আমরা নিরাপদে হাঁটতে চাই, নিরাপদে বাচঁতে চাই।  প্রত্যেকটা এলিগেশন, এভিডেন্সের ভিত্তিতে ২৪ঘন্টার মধ্যে ধর্ষকের বিচার করতে হবে ।  আমরা নিরাপত্তা চাই।  ধর্ষকদের এমন শাস্তি চাই যা দেখে অন্যদের এই কাজ করতে বারবার ভাবতে হয়।


এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের বান্দরবার জেলা সভাপতি মোঃ আসিফ ইকবাল, মানবাধিকার কর্মী ও সুশাসনের জন্য নাগরিক বান্দরবান পার্বত্য জেলা কমিটির সভাপতি ডনাই প্রু নেলী লিলি, সিনিয়ন সহ-সভাপতি অংচমং মারমা সহ  বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।