কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বেরুবাড়ী ইউনিয়নের সরকারপাড়া গ্রামে মানসিক প্রতিবন্ধী এক তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। অভিযুক্ত ব্যক্তি একই এলাকার বাসিন্দা ও এক বয়স্ক রিকশাচালক, সাইফুর রহমান।
ভুক্তভোগীর মা এবং কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান, তারা ঘটনাটি স্বচক্ষে দেখেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি সুযোগ বুঝে ওই তরুণীকে নির্জন স্থানে নিয়ে গিয়ে যৌন হয়রানির চেষ্টা করেন। এ সময় স্থানীয়রা টের পেয়ে এগিয়ে গেলে তিনি পালিয়ে যান।
মেয়েটির মা আরও অভিযোগ করেন, ঘটনার পর তিনি প্রতিবাদ জানালে অভিযুক্ত সাইফুর রহমান তাকে কোঁদাল দিয়ে প্রাণনাশের হুমকি দেন। এতে পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে।
এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, তারা বিষয়টি তদন্ত করে দেখছে এবং দোষী প্রমাণিত হলে অভিযুক্তের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়রা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীর শাস্তির দাবি জানিয়েছেন। তবে অভিযোগের সত্যতা নিশ্চিত করতে তদন্ত প্রক্রিয়া চলছে।