শুক্রবার   এপ্রিল ৪ ২০২৫   ২১  চৈত্র  ১৪৩১


চট্টগ্রামের খুক্যাত সন্ত্রাসী ছোট সাজ্জাদ কে ঢাকা তেকে গ্রেপ্তার করছে পুলিশ

Mohammad Obaidullah Chowdhury

Updated 25-Mar-16 /   |   চট্রগ্রাম জেলা প্রতিনিধি   Read : 51
ছবি

শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ গ্রেপ্তার

চট্টগ্রামের কুখ্যাত সন্ত্রাসী ছোট সাজ্জাদকে অবশেষে গ্রেপ্তার করেছে পুলিশ। দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে থাকা সাজ্জাদকে শুক্রবার রাতে রাজধানীর একটি ভিআইপি শপিং সেন্টার থেকে আটক করা হয়।পুলিশ সূত্রে জানা গেছে, সাজ্জাদ চট্টগ্রামের বিভিন্ন এলাকায় চাঁদাবাজি, অস্ত্র ব্যবসা ও মাদক কারবারের সঙ্গে জড়িত ছিল। তার বিরুদ্ধে একাধিক হত্যা ও দস্যুতার মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা এই অপরাধী গোপন সংবাদ পেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।গ্রেপ্তারের সময় সাজ্জাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, বেশ কিছু গুলি ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে এবং তার অন্যান্য সহযোগীদের ধরতে অভিযান চলবে।এই গ্রেপ্তারের ফলে চট্টগ্রামের অপরাধ জগতে বড় ধরনের প্রভাব পড়তে পারে বলে ধারণা করছে সংশ্লিষ্টরা। স্থানীয়রা পুলিশের এই অভিযানের প্রশংসা করেছেন এবং সাজ্জাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।