ঠাকুরগাঁওয়ে অনলাইনে প্রেমের ফাঁদে ফেলে মিলন হোসেন নামের এক কলেজ ছাত্রকে অপহরণ করেছিল একটি চক্র
আহসান হাবিব মিম : ঠাকুরগাঁও প্রতিনিধি
তাদের চাওয়া মুক্তিপণের ২৫ লাখ টাকা দিয়েও মিলনকে জীবিত পাওয়া গেল না। এ ঘটনায় পুলিশ দুইজনকে আটক করেছে।
আটকদের দেওয়া তথ্য অনুযায়ী মিলনের মরদেহ উদ্ধারের কাজ চলছে।
বৃহস্পতিবার (২০ মার্চ) রাত সাড়ে ৩টার দিকে দুই অপহরণকারী আটক ও মিলনের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুর রহমান।
আটকরা হলেন- ঠাকুরগাঁও সদর উপজেলার শিবগঞ্জ মহেশপুর বিট বাজার এলাকার মো. মতিয়ার রহমানের ছেলে মো. সেজান আলী। তবে তাৎক্ষণিকভাবে আরেকজন আটককৃতের নাম-পরিচয় পুলিশের পক্ষ থেকে দেওয়া সম্ভব হয়নি।
প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে নিখোঁজ, ২৫ লাখেও মেলেনি মুক্তি
সদর থানার ওসি শহিদুর রহমান বলেন, অনেক দিন ধরে আমরা এই বিষয়ে কাজ করছিলাম। কিন্তু কোনো ক্লু পাচ্ছিলাম না। অবশেষে প্রযুক্তির সহযোগিতায় দুইজনকে আটক করা হয়। তারা স্বীকার করেছে যে তারা মিলনকে খুন করেছে এবং তাদের দেওয়া তথ্যমতে মরদেহ উদ্ধারের কাজ চলছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আটক সেজান আলীর বাড়ির পাশের একটি পরিত্যক্ত টয়লেটের নিচ থেকে মিলনের গলিত মরদেহ উদ্ধারের কাজ চলছে।