“২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস"
দিবসের প্রথম প্রহরে ফুল দিয়ে শহিদদের প্রতি বান্দরবান পার্বত্য জেলা পুলিশের
"বিনম্র শ্রদ্ধা”
আজ ২৬ শে মার্চ গৌরবদীপ্তময় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস।
আজকের এই দিনে স্বাধীনতা অর্জনের লক্ষ্যে দীর্ঘ নয় (০৯) মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল বীর শহিদদের স্মৃতিতে ৩১ বার তোপধ্বনি দেন। সূর্যোদয়ের সাথে সাথে সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান সমূহ একত্রে মিলিত হয়ে জাতীয় পতাকা উত্তোলন এবং সম্মান প্রদর্শন করেন। বান্দরবান পার্বত্য জেলা পরিষদ প্রাঙ্গণে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার পিপিএম (বার) মহোদয়।
এসময় বান্দরবান পার্বত্য জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।