শুক্রবার   এপ্রিল ৪ ২০২৫   ২১  চৈত্র  ১৪৩১


নিয়ামতপুরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল।

মো: মাসুদ রানা

Updated 25-Mar-28 /   |   নিয়ামতপুর (নওগাঁ) উপজেলা   Read : 44
নিয়ামতপুর উপজেলার দুই নং ওয়ার্ড গোড়াই গ্রাম থেকে সংগৃহীত

পবিত্র মাহে রমজানের বরকতময় সময়কে কেন্দ্র করে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় নিয়ামতপুর উপজেলায় দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।

নওগাঁ-১ আসনের সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা ডা. মো. ছালেক চৌধুরীর সার্বিক তত্ত্বাবধানে উপজেলার বিভিন্ন ইউনিয়নে ধারাবাহিকভাবে এসব মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। এরই অংশ হিসেবে নিয়ামতপুর উপজেলার ৩নং ভাবিচা ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে গোরাই সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত ও বিশেষ মোনাজাতের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন ৩নং ভাবিচা ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মকবুল সরদার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিএনপির নিয়ামতপুর উপজেলা শাখার মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক এনামুল হক।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩নং ভাবিচা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. সেকেন্দার আলী। তিনি বলেন,

"বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী নন, তিনি গণতন্ত্রের প্রতীক। তার মুক্তি এবং সুস্বাস্থ্য কামনা করা আমাদের নৈতিক দায়িত্ব।"

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. মিছির আলী। তিনি বলেন,

"বর্তমান সরকার রাজনৈতিক প্রতিহিংসার কারণে বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে বন্দি করে রেখেছে। আমাদের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমেই তাকে মুক্ত করতে হবে।"

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা শামসুল আলম, ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম, বিশিষ্ট শিক্ষাবিদ একরামুল প্রভাষক, বিএনপি নেতা গোলাম রাব্বানী ও সাদিকুল ইসলাম।

বক্তব্য শেষে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়, যেখানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা, দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং জাতীয়তাবাদী শক্তির ঐক্যের জন্য দোয়া করা হয়।

এরপর দলীয় নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ রোজাদারদের মাঝে ইফতার পরিবেশন করা হয়।

এ ধরনের ইফতার মাহফিল শুধু রাজনৈতিক আয়োজন নয়, বরং এটি গণতন্ত্র ও মানবতার জন্য এক মহতী উদ্যোগ। মাহে রমজানের শিক্ষাকে ধারণ করে দেশনেত্রীর সুস্থতার জন্য সবাই একযোগে দোয়া করেন এবং বিএনপির নেতাকর্মীরা আবারও শপথ নেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ থাকবেন