মর্যাদা পুরুষোত্তম শ্রী ভগবান রামচন্দ্রের জন্মজয়ন্তী শুভ রাম-নবমী উপলক্ষে বান্দরবানে নানা আয়োজনে উদযাপিত হলো মহা রাম-নবমী পুজা। বান্দরবানে মহা রাম-নবমী অনুষ্ঠান ২য় বারের মতো আয়োজন করেন সনাতন বিদ্যার্থী সংসদ, বান্দরবান জেলা শাখা।
আজ রোববার সকালে বান্দরবান কেন্দ্রীয় দূর্গা মন্দিরে সাত্ত্বিক সমারোহে মাঙ্গলিক অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
মহা রাম-নবমী অনুষ্ঠান উপলক্ষে ৫ তারিখ শনিবার রাম বিগ্রহ স্থাপন, ৬ তারিখ রোববার সকাল ৯টায় মন্দিরে শ্রী শ্রী রামচন্দ্রের পুজা ও ১১টায় পুষ্পাঞ্জলি প্রদান করা হয় এবং গোধুলি লগ্নে শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ অনুষ্ঠিত হয় , গীতাপাঠ পরিবেশনায় ছিলেন বিশিষ্ট গীতাপাঠক শ্রী সূর্কণ সুশীল জয় পাশাপাশি স্থানীয় শিপ্লীদের পরিবেশনায় রাম ভজন অনুষ্ঠিত হয়।
উক্ত মাঙ্গলিক অনুষ্ঠানে উপস্থিত ভক্তরা কামনা করেন ধৈর্য, শক্তি ও সত্যের প্রতীক ভগবান রামের আশীর্বাদ সবার ওপর বর্ষিত হোক। যেখানে ধর্ম, সেখানেই রামের বিজয়। শত্রু বিনাশ ও ন্যায়ের প্রতিষ্ঠায় রামের অনুগ্রহ হোক আমাদের সবার প্রতি। রামের আদর্শ আমাদের জীবনকে করুক আলোকিত।"রামের পথে চলে জীবন হোক ধর্মময় ও কল্যাণময়!