ফিলিস্তিনে চলমান নির্মম গণহত্যা ও আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদে ফুঁসে উঠেছে বান্দরবান সরকারি কলেজ ছাত্রদল। আলআকসা রক্ষায় অবিলম্বে হত্যাযজ্ঞ বন্ধের আহ্বান জানিয়েছে ছাত্র-জনতা। মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে বান্দরবান সরকারি কলেজ ক্যাম্পাসে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় অংশ নেন বান্দরবান সরকারি কলেজ ছাত্রদলের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা। প্রতিবাদ সভায় বক্তারা বলেন, ফিলিস্তিন মুসলমানদের প্রাণের স্পন্দন আলআকসা মসজিদ আজ আগ্রাসনের মুখে। ইসলামের প্রথম কিবলা ও ইতিহাস-ঐতিহ্যে ভরপুর পবিত্র এই স্থানকে ঘিরে ইসরায়েলি বাহিনীর বর্বরতা ও ফিলিস্তিনি জনগণের ওপর নির্বিচার হামলা মানবতা বিরোধী অপরাধ। প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা ছাত্রদলের সদস্য ও বান্দরবান সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি ক্যান্ডিডেট মোঃ ওমর ফারুক। তিনি বলেন, আমরা এই মানববন্ধন থেকে স্পষ্টভাবে বলতে চাই আমরা ফিলিস্তিনিদের সাথে আছি। আপনারা দেখতে পাচ্ছেন মানুষ হিসেবে ইসরাইল এমন কর্মকাণ্ডগুলো কোন ভাবে কাম্য নয়। প্রত্যেক ব্যক্তিও মানুষকে মানুষ হিসেবে দেখা উচিত্র, সেই যে ধর্মের হোক না কেন। ফিলিস্তিনে ও গাজার উপর যে অমানবিক হামলা ও গণ্য হত্যা করা হচ্ছে তা খুবই লজ্জা জনক ও ধিক্কা জনক। এই অমানবিক গণহত্যা অবিলম্বে বন্ধ হওয়া উচিত। উপস্থিত সকলে নানা রকম স্লোগান দেন ‘ফ্রি প্যালেস্টাইন, ‘গণহত্যা বন্ধ কর, ‘আলআকসা আমাদের গর্ব স্লোগানে মুখর করে তোলে পুরো কলেজ ক্যাম্পাস। এই সময় আরো উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক সুমন ত্রিপুরা নিশু ও জেলা ছাত্রদলের প্রচার সম্পাদক মোঃ রিদুয়ান।