রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির (আরসিআরইউ) ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাৎ করেছে রাজশাহী কলেজ শাখা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। মঙ্গলবার (৮ এপ্রিল) ইউনিটির কার্যালয়ে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
রাজশাহী কলেজ শাখা ছাত্রশিবিরের পক্ষ থেকে সৌজন্য সাক্ষাতে অংশ নেন শাখা সভাপতি মোঃ মাহমুদুল হাসান মাসুম ও সেক্রেটারি মোঃ মোশাররফ হোসেন মাহদী। এ সময় ইউনিটির সভাপতি আবু সাঈদ রনি, সাধারণ সম্পাদক আব্দুল আলিম, সাবেক সভাপতি মোঃ আব্দুল হাকিমসহ অন্যান্য সহযোগী সদস্যরা উপস্থিত ছিলেন।
সাক্ষাৎ শেষে ইউনিটির বিভিন্ন কার্যক্রম ও কলেজের সার্বিক বিষয় নিয়ে আলোচনা হয়। আলোচনায় কলেজের বর্তমান অবস্থা, শিক্ষার্থীদের সার্বিক কল্যাণ, এবং ভবিষ্যতে যৌথভাবে শিক্ষামূলক ও সচেতনতামূলক পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কলেজ শাখা ছাত্রশিবিরের প্রচার সম্পাদক মাহমুদ হাসান, সাহিত্য সম্পাদক হাফেজ আসমাউলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এই সৌজন্য সাক্ষাতের মধ্য দিয়ে কলেজের গণমাধ্যম কর্মী ও শিক্ষার্থী সংগঠনের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে প্রত্যাশা করা হয়।
রাজশাহী কলেজ শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মোঃ মোশাররফ হোসেন মাহদী বলেন
আজ এক বিশেষ দিন রাজশাহী কলেজে রিপোর্টার্স ইউনিটের ১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এই শুভ মুহূর্তে আমি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজশাহী কলেজ শাখার পক্ষ থেকে রাজশাহী রিপোর্টার্স ইউনিট এর সভাপতি সেক্রেটারি ও সকল সদস্য দের কে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন
রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিট শুধু একটি ক্লাব নয়, এটি আমাদের সকলের সত্য ও আস্থার জায়গা। রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিট ১৩ বছর আগে যে স্বপ্ন বীজ বপন করা হয়েছিল, আজ তা এক বিশাল মহীরুহে পরিণত হয়েছে। এই দীর্ঘ পথ পরিক্রমায় বহু চড়াই-উৎরাই পার করেছে।স্বৈরাচার আওয়ামী লীগ শাসক ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নির্যাতনের পরেও তারা ন্যায় নিষ্ঠা ও সত্যতার সাথে নিউজ করে গেছেন।
আমি আজ গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই সকল স্বপ্নদ্রষ্টাদের, যাদের অক্লান্ত পরিশ্রম ও দূরদর্শিতার ফলে রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিট প্রতিষ্ঠিত হয়েছিল । তাদের দেখানো পথ ধরেই রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিট এগিয়ে চলছে।
এই বিশেষ দিনে আমি আমাদের সুযোগ্য শিক্ষক-শিক্ষিকাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।যাদের জ্ঞানের আলোয় আলোকিত হয়ে আমাদের শিক্ষার্থীরা রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিট পরিচালনা করছে এবং দেশ ও জাতির কল্যাণে নিজেদের নিয়োজিত করেছে। আপনাদের নিবেদিত প্রাণ প্রচেষ্টা ছাড়া এই প্রতিষ্ঠানের অগ্রগতি কোনোভাবেই সম্ভব ছিল না।
আজকের এই আনন্দঘন মুহূর্তে আমি আপনাদের প্রাক্তন সদস্য দের কে স্মরণ করছি।
আগামী দিনে রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিট আরও উন্নত শিখরে পৌঁছাক এই কামনা করি। আমরা সকলে মিলেমিশে রাজশাহী কলেজের রিপোর্টার্স ইউনিটের সুনাম অক্ষুণ্ণ রাখব এবং একে আরও সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাব – এই হোক আমাদের অঙ্গীকার।
পরিশেষে, আবারও সকলকে প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা জানাই।