সোমবার   ডিসেম্বর ২৩ ২০২৪   ৯  পৌষ  ১৪৩১


কুয়েত বিএনপির সভাপতির কুয়েত এ প্রত্যাবর্তন

NiralaTv

Updated 23-May-12 /   |   Admin   Read : 375
মাহফুজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কুয়েত শাখার সভাপতি মাহফুজুর রহমান মাহফুজ দীর্ঘদিন পর আজ ১২মে রাত ১০:৫০ মিনিটে বাংলাদেশ থেকে কুয়েতে আসে। কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের ১ নাম্বার টার্মিনালে বিপুল সংখ্যক কুয়েত প্রবাসী বিএনপির নেতা কর্মী উপস্থিত থেকে স্বাগত জানান তাকে। কুয়েত বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ মোস্তাফা, সিনিয়র নেতা আল আমিন চৌধুরী স্বপন, আক্তারুজ্জামান শামছ, মনির হোসেন, সৈয়দ নওশাদ, হাজী ইকবাল হোসেন, ইলিয়াস চৌধুরী, হান্নান মজুমদার, জামান ফারুক, নাছির উদ্দিন হাওলাদার, আনিসুল হক উল্কা, আনোয়ার মৃধা, সৈয়দ শাহীন, মোহাম্মদ আলী তালুকদার, মহসিন আল মানিক, আলতাফ হোসেন, সৈয়দ আরিফুল ইসলাম রাসেল, শামছ উদ্দিন, জাকির হোসেন, নাছির সন্দীপী, ইস্রাফিল ভূইয়া, নূর উদ্দিন, আমিনুল ইসলাম মিন্টু, সাদেক হোসেন, ইমরান হোসেন, রেজওয়ান, রিয়াজুল, নেজাম উদ্দিন, সোহাগ মিয়া, আরিফ মোল্লা, নাছির উদ্দিন, নূরুল আলম রুবেল, ডাঃ জাকির, স্বপন আলম সহ
বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, খালেদা জিয়া মুক্তি পরিষদ কুয়েত, চট্টগ্রাম জাতীয়তাবাদী ফোরাম কুয়েত, বরিশাল বিভাগীয় জাতীয়তাবাদী ফোরাম কুয়েত, নোয়াখালী জাতীয়তাবাদী ফোরাম কুয়েত, টাঙ্গাইল জেলা জাতীয়তাবাদী ফোরাম কুয়েত সহ বিভিন্ন প্রদেশ কমিটি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ । 
উল্লেখ্য মাহফুজুর রহমান মাহফুজ অসুস্থ থাকার দরুন চিকিৎসার জন্য বাংলাদেশ ও ইন্ডিয়া অবস্থান করছেন প্রায় ৮-৯ মাস যাবৎ। দলীয় কর্মসূচী এবং ব্যাবসার প্রয়োজনে এক দুই দিনের জন্য অবশ্য এর আগেও কয়েকবার এসেছে । আল্লাহর রহমতে পুরোপুরি সুস্থ হয়ে যাওয়ায় কুয়েত বিএনপির নেতা কর্মীদের মধ্যে এক ধরণের আনন্দ বিরাজ করছে, ফিরে এসেছে প্রানচাঞ্চল্য।