বৃহস্পতিবার   মে ২৯ ২০২৫   ১৪  জ্যৈষ্ঠ  ১৪৩২


২ দিনের রিমান্ডে সাবেক মেয়র আইভী

সৈয়দ সালেহ উদ্দিন

Updated 25-May-25 /   |   News reporter   Read : 37
২ দিনের রিমান্ডে সাবেক মেয়র আইভী

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সেলিনা হায়াৎ আইভীকে সিদ্ধিরগঞ্জে পোশাককর্মী মিনারুল ইসলাম হত্যা মামলায় দুই দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। রোববার (২৫ মে) বিকেলে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুর মোহসিন এই আদেশ দেন।

নারায়ণগঞ্জ আদালতের পরিদর্শক মো. কাইয়ুম খান বিষয়টি নিশ্চিত করে জানান, মামলার ১২ নম্বর আসামি আইভীর বিরুদ্ধে তদন্ত কর্মকর্তা সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। শুনানির সময় আইভী গাজীপুরের কাশিমপুর মহিলা কারাগার থেকে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন।

 জেলা আদালতের ভারপ্রাপ্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ওমর ফারুক নয়ন বলেন, রিমান্ডে আইভীকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে মিনারুলকে গুলি ও ককটেল বিস্ফোরণের মাধ্যমে হত্যার পেছনের তথ্য জানা সম্ভব হবে।

অন্যদিকে, আইভীর আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন দাবি করেন, মিনারুলের ময়নাতদন্ত প্রতিবেদনে উল্লেখ আছে, তিনি সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ মামলায় আইভীকে জড়ানো হয়েছে। মামলায় ইতোমধ্যে ১২ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতে মেডিকেল রিপোর্ট দাখিল করা হলেও তা আমলে না নিয়ে রিমান্ড মঞ্জুর করা হয়।

উল্লেখ্য, গত ৯ মে ভোরে শহরের দেওভোগ এলাকা থেকে মিনারুল হত্যা মামলায় আইভীকে গ্রেপ্তার করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। পরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মঈনুদ্দিন কাদিরের আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আইভীর বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা থানায় হত্যা ও হত্যাচেষ্টাসহ মোট ছয়টি মামলা রয়েছে।