বৃহস্পতিবার   মে ২৯ ২০২৫   ১৪  জ্যৈষ্ঠ  ১৪৩২


ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায় বিএনপি: তারেক রহমানক

সৈয়দ সালেহ উদ্দিন

Updated 25-May-25 /   |   News reporter   Read : 32
ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় বিএনপি: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আশা প্রকাশ করেছেন, একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অন্তর্বর্তী সরকারের অধীনেই অনুষ্ঠিত হবে। তিনি জানান, বিএনপি চায় আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হোক। এই দাবিটি শনিবার প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে পুনরায় তুলে ধরা হয়েছে।

রোববার (২৫ মে) বিকেলে রাজধানীর কাকরাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মিলনায়তনে এনপিপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া—এতে কম বা বেশি বলে কিছু নেই। কিন্তু বর্তমান সরকার জনগণের কাছে জবাবদিহিমূলক নয়, ফলে প্রকৃত সংস্কার সম্ভব হচ্ছে না।

তিনি আরও বলেন, জনগণকে অন্ধকারে রেখে কিংবা রাজনীতিবিদদের বাদ দিয়ে কোনো পরিকল্পনা কখনোই স্থায়িত্ব পায় না।

তারেক রহমান আরও অভিযোগ করেন, দেশে এখন গণতান্ত্রিক সরকার না থাকায় বিদেশি বিনিয়োগ বন্ধ হয়ে গেছে এবং রাজনৈতিক অস্থিতিশীলতা ক্রমেই বাড়ছে। জনগণ প্রতিনিয়ত বিভিন্ন দাবিতে রাজপথে নামছে, কিন্তু তাদের কথা শোনার মতো কেউ নেই।