শুক্রবার   অক্টোবর ২৪ ২০২৫   ৯  কার্তিক  ১৪৩২


বান্দরবানে ফ্রি মেডিকেল ক্যাম্পে অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবকদের সম্মাননা প্রদান

Diponkor Mallik

Updated 25-Jun-05 /   |   Sadar Representative   Read : 242

বান্দরবান মেডিকেল স্টুডেন্টস এসোসিয়েশন কর্তৃক  আয়োজিত বান্দরবান ফ্রি মেডিকেল ক্যাম্পে অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবকদের সম্মাননা জানিয়ে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। গত বুধবার (৪ই জুন) সকাল ১০টায় বান্দরবান সরকারি কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এই আয়োজন করা হয়।  সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবান মেডিকেল স্টুডেন্টস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক উনুমং মারমা। এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি ডা. বেনাজীর জাহাঙ্গীর নুয়েল। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট মো. আবুল কালাম, বান্দরবান সরকারি কলেজের প্রভাষক মেহেদী হাসান, অ্যাডভোকেট মোঃ হাসান, বান্দরবান নার্সিং কলেজের অধ্যক্ষ রাশেদা খানম, বান্দরবান ফায়ার সার্ভিস সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী প্রমুখ।  প্রধান অতিথি  বলেন, আমাদের বান্দরবানের সদর হাসপাতালে সময়মতো ও সঠিক চিকিৎসা সেবা পাওয়া যায় না। চিকিৎসকরা সকালবেলা হাসপাতালে উপস্থিত থাকলেও দেখা যায়, দুপুরের খাবারের বিরতির পর অনেকেই প্র্যাকটিসের উদ্দেশ্যে হাসপাতাল ছেড়ে চলে যান। এতে সাধারণ মানুষ সেবা থেকে বঞ্চিত হন। তিনি আরো বলেন, আমরা যতই সরকারি দায়িত্ব পালন করি না কেন, বাস্তব পরিবর্তন আসবে না যদি সেবা প্রদানের মানসিকতা না থাকে। পৃথিবীতে সেবাদানের মনোভাব খুবই কম দেখা যায়। অথচ মানুষের মৌলিক চাহিদাগুলোর মধ্যে স্বাস্থ্যসেবা অন্যতম। এই মৌলিক চাহিদাগুলো পূরণ করবে কারা এই প্রশ্ন আজ অত্যন্ত জরুরি হয়ে দাঁড়িয়েছে। মানুষের জন্য আন্তরিকতা ও দায়িত্ব নিয়ে কাজ করার মতো লোক দরকার, নইলে উন্নয়নের স্বপ্ন বাস্তবায়ন সম্ভব নয়। বান্দরবান মেডিকেল স্টুডেন্টস এসোসিয়েশন ফাউন্ডার ডা.বেনাজীর জাহাঙ্গীর নুয়েল বলেন,আমি গভীর কৃতজ্ঞতা ও আনন্দের সঙ্গে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বিশেষ করে, আমাদের স্বেচ্ছাসেবক ভাই-বোনদের, যাঁরা নিজেদের ব্যস্ততা, স্বার্থ ত্যাগ করে মানুষের সেবায় এগিয়ে এসেছেনআপনারাই আমাদের অনুপ্রেরণা। সাধারণ সম্পাদক উনুমং মারমা বলেন,আজকের এই ক্রেস্ট ও সার্টিফিকেট হয়ত কাগজে লেখা কয়েকটি শব্দ বা একটি প্রতীক, কিন্তু এর পেছনে রয়েছে আপনার শ্রম, আন্তরিকতা, ভালোবাসা আর মানবিকতা। এই সম্মাননা আমাদের তরফ থেকে ক্ষুদ্র একটি স্বীকৃতি আপনাদের মহান ভূমিকার জন্য।আমরা বিশ্বাস করি, আজকের এই সম্মাননা আপনাদের আগামীর পথে আরও উৎসাহ জোগাবে, নতুন নতুন উদ্যোগে সক্রিয় রাখবে। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বান্দরবান জেলা শাখার ধ্রুবতারা ইয়ুথ হয়ত ফাউন্ডেশন (DYDF),  হয়ত ফর বাংলাদেশ,  ইয়ুথ নেট, বান্দরবান জেলা স্কাউট রোভার, আলী মিয়া স্মৃতি সংগঠন,আরবান কমিনিটি হয়ত(FSCD),প্রথম আলো বন্ধুসভা , বিডি ক্লিন বান্দরবান,OA ফাউন্ডেশন, ইয়ুথ অ্যালায়েন্স, We 19,  মানবিক ব্লাড ব্যাংক,ইউ বাংলাদেশ। আলোচনা সভার শুরুতে জুলাই শহিদের স্মরণে  এক মিনিট জন্য নিরবতা পালন করা হয়,বান্দরবান মেডিকেল এসোসিয়েশন পক্ষ থেকে প্রধান অতিথি এবং বিশেষ অতিথিদেরকে সংবর্ধনা প্রদান করা হয়। এরপর ১৪ টি অর্গানেজেশনদের আলাদা আলাদা গ্রুপ টিম ক্রেস্ট ও সার্টিফিকেট অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানের মূল কার্যক্রমের সমাপ্তি ঘটে।