শনিবার   অক্টোবর ২৫ ২০২৫   ১০  কার্তিক  ১৪৩২


বান্দরবানে তথ্য অধিদফতর অনলাইন সেবা সমূহের বাস্তবায়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

Romjan Ali

Updated 25-Jun-19 /   |   বান্দরবন সদর (বান্দরবন) উপজেলা প্রতিনিধি   Read : 82
বান্দরবানে তথ্য অধিদফতর অনলাইন সেবা সমূহের বাস্তবায়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

 


মো: রমজান আলী, বান্দরবান প্রতিনিধি 

 বান্দরবানে তথ্য অধিদফতরের অনলাইন সেবাসমূহের বাস্তবায়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়।

 কর্মশালায় তথ্য অধিদপ্তরের কর্মকর্তারা অনলাইনে বিভিন্ন সরকারি সেবা প্রদানের পদ্ধতি নিয়ে আলোচনা করেন।

 ১৯জুন বৃহস্পতিবার সকাল  সাড়ে ১১টায় তথ্য অধিদফতর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই কর্মশালার আয়োজন করা হয়।

 কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবানের জেলা প্রশাসক মিজ শামীম আরা রিনি।

তথ্য অধিদপ্তরের সিনিয়র উপপ্রধান তথ্য অফিসার (প্রেস) ম.জাভেদ ইকবাল এর সভাপতিত্বে কর্মশালায়
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো.শহিদুল্লাহ কাওছার, জেলা তথ্য অফিসার মিজানুর রহমান।

কর্মশালার মূল উদ্দেশ্য ছিল তথ্য অধিদপ্তরের কার্যক্রমকে আরও সহজ এবং জনমুখী করার লক্ষ্যে অনলাইন সেবা গ্রহণের মান  উন্নয়ন ও বাস্তবায়ন করা। কর্মশালায় কর্মকর্তারা বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে সাধারণ মানুষ কীভাবে সহজে সেবা প্রদান করা যায় এবং সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

মাইগভ প্লাটফর্মের আওতাতাধীন তথ্য অধিদফতরের অনলাইন সেবাসমূহ:-১.প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড ইস্যুর জন্য আবেদন, ২. প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড নবায়নের জন্য আবেদন, ৩. প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড ডুপ্লিকেটের জন্য আবেদন, ৪. প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড এর তথ্য/ প্রতিষ্ঠান পরিবর্তনের ,৫. ইলেক্ট্রনিক মিডিয়ার পোর্টাল/প্রিন্ট মিডিয়ার পোর্টাল/অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য প্রাথমিক আবেদন, ৬. ইলেক্ট্রনিক মিডিয়ার পোর্টাল/প্রিন্ট মিডিয়ার পোর্টাল/অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধন সনদের জন্য আবেদন,৭.ইলেক্ট্রনিক মিডিয়ার পোর্টাল/প্রিন্ট মিডিয়ার পোর্টাল/অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধন সনদ নবায়নের আবেদন,৮. ইন্টারনেট প্রটোকল (আইপি) টিভি নিবন্ধনের আবেদন, ৯.ইন্টারনেট প্রটোকল (আইপি) টিভি নিবন্ধন সনদের জন্য আবেদন, ১০. ইন্টারনেট প্রটোকল (আইপি) টিভি নিবন্ধন সনদ নবায়ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

 এসময় মূল প্রবন্ধ উপস্থাপন করেন তথ্য অধিদফতরের উপপ্রধান তথ্য অফিসার (প্রোটকল) মোহাম্মাদ কামরুজ্জামান ভূঁঞা।  তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য অফিসার মো. নিজামূল কবীর তার বক্তব্যে তুলে ধরেন এই কর্মশালার মাধ্যমে তথ্য অধিদপ্তর তাদের অনলাইন সেবার মান উন্নত করতে এবং জনগণের দোরগোড়ায় সহজে সরকারি সেবা পৌঁছে দিতে আরও একধাপ এগিয়ে যাবে বলে প্রত্যাশা করেন। কর্মশালায় বিশেষ গুরুত্ব দিয়ে আলোচনা করা হয় অনলাইন সেবার সহজলভ্যতা নিশ্চিত করা, বিভিন্ন দপ্তরের ওয়েবসাইডের তথ্য হালনাগাদ করা এবং তা জনগণের জন্য সহজলভ্য করা ইত্যাদি। 

কর্মশালায় আরো উপস্থিত ছিলেন তথ্য অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু,সাবেক সাধারণ সম্পাদক মিনারুল হক, দৈনিক সংগ্রাম বান্দরবান জেলা প্রতিনিধি আবুল বশর ছিদ্দিকী,প্রথম আলোর জেলা প্রতিনিধি জেলা বুদ্ধ জ্যোতি চাকমা, বান্দরবান সাংবাদিক ইউনিয়নের সভাপতি এইচ এম সম্রাট,ডেইলি ইন্ডাস্ট্রি বান্দরবান জেলা প্রতিনিধি মোহাম্মদ আলী, দৈনিক সচিত্র মৈত্রী প্রতিনিধি রশিদ আহমদ, এনটিভি মাল্টিমিডিয়া বান্দরবান প্রতিনিধি মো:শফিক'সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। 

সভাপতির বক্তব্যে তথ্য অধিদপ্তরের সিনিয়র উপপ্রধান তথ্য অফিসার (প্রেস) ম.জাভেদ ইকবাল বলেন, সরকারি নিয়ম মোতাবেক সকল সাংবাদিককে সংবাদ সংগ্রহ ও প্রচারের আহ্বান জানান।

 এবং বিভিন্ন ওয়েবসাইট ও পত্রিকার মালিকদের নিজ নিজ প্রতিষ্ঠানের রেজিস্ট্রেশন করা এবং সরকারি আইন মোতাবেক তা পরিচালনার নির্দেশনা প্রদান করেন।