সোমবার   ডিসেম্বর ২৩ ২০২৪   ৯  পৌষ  ১৪৩১


বিএনপির শীর্ষ পাঁচ নেতা সিংগাপুরে

Admin user

Updated 23-Aug-27 /   |   Admin   Read : 161
বিএনপির শীর্ষ পাঁচ নেতা সিংগাপুরে


সিংগাপুরে বিএনপির শীর্ষ পাচ নেতাঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির চার সদস্য যথাক্রমে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, ইকবাল হাসান মাহমুদ টুকু ও সালাউদ্দিন আহমেদ এক সাথে সিংগাপুর অবস্থান করছেন। ডক্টর খন্দকার মোশাররফ হোসেন ও সালাউদ্দিন আহমেদ চিকিৎসার জন্য  আছেন আগে থেকেই, সম্প্রতি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস ও ইকবাল হাসান মাহমুদ টুকু গমন করেছে । 
আওয়ামী লীগ ঘড়নার মিডিয়া এবং টক শো ব্যক্তিত্বরা বলার চেষ্টা করছে আন্দোলনে ব্যর্থ হয়ে পালিয়ে গেছে। আবার অনেকে বলছে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। 
প্রকৃত পক্ষে সব মন্তব্য অনুমান নির্ভর । সিংগাপুর থেকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফিরে সফর সম্পর্কে ব্যাখ্যা দিবেন।
কিন্তু বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে সরকারি দল আওয়ামী লীগ, জাতীয় পার্টি সহ ছোট ছোট  দলের অনেক নেতা বিএনপির শীর্ষ নেতাদের সাথে যোগাযোগ করছে। বিশেষ করে যারা আগামী নির্বাচন সুষ্ঠু হলে দেশের বিভিন্ন আসন থেকে নির্বাচন করতে আগ্রহী ।
চট্টগ্রাম, নোয়াখালী, বরিশাল ও টাঙ্গাইলের কয়েক জন নেতা বিএনপি নেতাদের সাথে যোগাযোগ করেছে । টাঙ্গাইলের প্রভাবশালী আওয়ামী পরিবারের এক সদস্য কে বিএনপির এক নেতার হোটেল লবিতে প্রবেশ করতে দেখেছে এমন একজন বলেন, বিএনপি নেতারা চিকিৎসা করতে আসলেও রাজনৈতিক কার্যক্রম থেমে নেই, প্রতিনিয়ত বাংলাদেশে রাজনীতির সাথে জরিত এবং সাবেক আমলাদের সাথে মিটিং চলছে।