শনিবার   অক্টোবর ২৫ ২০২৫   ১০  কার্তিক  ১৪৩২


*ট্রাম্পের বিরুদ্ধে মাস্কের নতুন রাজনৈতিক উদ্যোগ: ‘আমেরিকা পার্টি’*

সৈয়দ সালেহ উদ্দিন

Updated 25-Jul-06 /   |   News reporter   Read : 130
*ট্রাম্পের বিরুদ্ধে মাস্কের নতুন রাজনৈতিক উদ্যোগ: ‘আমেরিকা পার্টি’*

নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা ইলন মাস্কের, ট্রাম্পের সঙ্গে বিরোধের জের

টেসলা ও স্পেসএক্সের প্রধান ইলন মাস্ক নতুন একটি রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার (৫ জুলাই) এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে তিনি জানান, দলের নাম ‘আমেরিকা পার্টি’। বিবিসির খবরে এ তথ্য জানা গেছে।

 

মাস্ক বলেন, “জনগণের স্বাধীনতা পুনরুদ্ধার করতেই এই দল গঠন করা হয়েছে। এখন আমরা গণতন্ত্রে নয়, একদলীয় শাসনব্যবস্থায় বসবাস করছি—যেখানে অপ্রয়োজনীয় খরচ ও দুর্নীতির মাধ্যমে দেশকে দেউলিয়া করে তোলা হচ্ছে।”

 

তবে নতুন দলটি যুক্তরাষ্ট্রের নির্বাচন কমিশনের কাছে নিবন্ধিত কিনা, তা এখনও পরিষ্কার নয়। দলটির নেতৃত্ব নিয়েও মাস্ক বিস্তারিত কিছু জানাননি।

 

উল্লেখ্য, আগে ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় সক্রিয় ভূমিকা রেখেছিলেন মাস্ক। এমনকি ট্রাম্পের বিজয়ের পেছনে মাস্ক বড় অঙ্কের অর্থ ব্যয় করেছেন বলেও গুঞ্জন রয়েছে। ট্রাম্প জয়ী হওয়ার পর তাকে প্রশাসনে দক্ষতা বিষয়ক বিভাগের প্রধানের দায়িত্ব দেওয়া হয়।

 

তবে প্রেসিডেন্ট ট্রাম্পের ‘বিগ বিউটিফুল বিল’ নামে পরিচিত করছাড় ও ব্যয় বৃদ্ধির প্রস্তাবিত আইন নিয়ে দুজনের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। মাস্ক বিলটির তীব্র সমালোচনা করে এক্সে একাধিক পোস্ট দেন এবং বিলের পক্ষে থাকা আইনপ্রণেতাদের হুঁশিয়ার করেন।

 

জবাবে ট্রাম্প বলেন, মাস্কের প্রতিষ্ঠানগুলো যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি সরকারি ভর্তুকি পেয়েছে। এসব ভর্তুকি না পেলে মাস্ককে দক্ষিণ আফ্রিকায় ফিরে যেতে হতো বলেও মন্তব্য

করেন তিনি।