কুড়িগ্রামের নাগেশ্বরীতে সেনাবাহিনীর নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগে আমিনুল ইসলাম পালোয়ান (৬০) নামের এক ব্যক্তিকে আটক করেছে সেনাবাহিনী। তিনি উপজেলার বোডেরহাট এলাকার বাসিন্দা।
সেনাবাহিনীর সূত্র জানায়, গত ৩১ আগস্ট (রবিবার) বিকেলে তাকে গ্রেফতার করা হয়। এর আগে, চলতি বছরের ৪ জুন “ইন এইড টু সিভিল পাওয়ার” কার্যক্রমের আওতায় আমিনুল ইসলামের দেওয়া তথ্যের ভিত্তিতে ২২ বীরের একটি বিশেষ দল কুড়িগ্রাম সেনা ক্যাম্প থেকে অভিযান চালায়। মেজর মোঃ শাহরিয়ার আহাদের নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে সন্তোষপুর বাজার এলাকা থেকে অবৈধভাবে মজুদ করা ২০০ বস্তা ভিজিএফ চাল উদ্ধার করা হয়।
এ ঘটনায় যৌথবাহিনীর পক্ষ থেকে সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা করা হলে, আমিনুল ইসলাম অভিযুক্তদের মামলা থেকে মুক্তি পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে সেনাবাহিনীর নাম ব্যবহার করে এক লক্ষ টাকা দাবি করেন। তার দাবির প্রমাণ হিসেবে একটি অডিও ক্লিপও রয়েছে।
পরে কুড়িগ্রাম সেনা ক্যাম্পে ডেকে এনে জিজ্ঞাসাবাদের সময় তিনি টাকা চাওয়ার বিষয়টি স্বীকার করেন। এরপর তাকে নাগেশ্বরী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এ বিষয়ে সেনা ক্যাম্প কমান্ডার মেজর মোঃ শাহরিয়ার আহাদ বলেন, “অপরাধ ও দুর্নীতির বিরুদ্ধে সেনাবাহিনীর অবস্থান সব সময় কঠোর। সেনাবাহিনীর নাম ব্যবহার করে কেউ অন্যায় করলে তাকে ছাড় দেওয়া হবে না।”