শুক্রবার   অক্টোবর ২৪ ২০২৫   ৯  কার্তিক  ১৪৩২


শারদীয় দুর্গাপূজা ২০২৫ উদ্‌যাপন উপলক্ষ্যে  বান্দরবানে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

Diponkor Mallik

Updated 25-Sep-15 /   |   Sadar Representative   Read : 163


 

আগামী শারদীয় দুর্গাপূজা-২০২৫ উদ্‌যাপন উপলক্ষ্যে রবিবার (১৪ সেপ্টেম্বর) বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।  আগামী ২৭ সেপ্টেম্বর (শনিবার) হতে ৫দিন ব্যাপী শুরু হতে যাচ্ছে সনাতন ধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক শামীম আরা রিনি এর সভাপতিত্বে সভায় পুলিশ সুপার মো.শহিদুল্লাহ কাওছার, পৌরসভার প্রশাসক এস এম মনজুরুল হক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস এম হাসান, ৭টি উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা, শ্রী শ্রী সার্বজনীন কেন্দ্রীয় দুর্গোৎসব উদ্‌যাপন পরিষদ বান্দরবান এর সভাপতি রাজেশ্বর দাশ বিপ্লব, সাধারণ সম্পাদক সবুজ দত্ত বাচ্চুসহ বাংলাদেশ জামায়াতে ইসলামি বান্দরবান পার্বত্য জেলার আমির এস এম আবদুচ ছালাম আজাদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন, বিভিন্ন দুর্গোৎসব উদ্‌যাপন পরিষদ এর  প্রতিনিধি উপস্থিত ছিলেন।  সভায় বিভিন্ন পূজা উদ্‌যাপন কমিটির নেতৃবৃন্দরা আসন্ন শারদীয় দুর্গাপূজা সুন্দরভাবে উদ্‌যাপনের জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করেন। এসময় পুলিশ সুপার ও জেলা প্রশাসক এবারের শারদীয় দুর্গাপূজা বান্দরবানে সুন্দরভাবে উদ্‌যাপনের জন্য সার্বিক সহযোগিতা প্রদান করা হবে বলে জানান এবং প্রতিটি পূজা মণ্ডপে পুলিশ, র‌্যাব, বিজিবি, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যের পাশাপাশি সনাতনী নিজস্ব স্বেচ্ছাসেবক নিয়োজিত রাখার আহ্বান জানান। এসময় পূজাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত কোন গুজবে কান না দিতে আহ্বান জানান পুলিশ সুপার। প্রতিটি পূজামণ্ডপে পর্যাপ্ত পরিমাণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নিয়োজিত থাকবে নিশ্চিত করে পুলিশ সুপার সবাইকে সুন্দরভাবে পূজা উদযাপনে এবং যেকোনো প্রয়োজনে পুলিশের সহায়তা নিতে আহ্বান জানান। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরা আরো জানান, পূজা মণ্ডপগুলো’তে বিশেষ নজরদারি রাখা হবে এবং পুলিশ টহল জোরদার করা হবে।