সোমবার   ডিসেম্বর ২৩ ২০২৪   ৯  পৌষ  ১৪৩১


বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে স্ত্রীকে হত্যা করে পালালো স্বামী

Mohammad Obaidullah Chowdhury

Updated 24-Oct-24 /   |   চট্রগ্রাম জেলা প্রতিনিধি   Read : 42
আমেনার ছবি
আমেনার ছবি

চট্টগ্রাম জেলার আনোয়ারার পাহাড় থেকে আমেনা বেগম (৩৫) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যকর হত্যার রহস্য উদঘাটন করেছে চট্টগ্রাম জেলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পাশাপাশি হত্যাকাণ্ডে জড়িত দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

চট্টগ্রাম ও পার্বত্য এলাকায় টানা ৭২ ঘণ্টার অভিযানের পর গতকাল বুধবার তাদের গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন চট্টগ্রামের ডবলমুরিং এলাকার মো. জাহেদ (৩০) ও আনোয়ারার ইরফান (৩২)। 

পিবিআই সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে আমেনার স্বামী ইয়াসির আরাফাত বন্ধুদের সহায়তায় তাকে হত্যা করে। পরে মরদেহ আনোয়ারার একটি পাহাড়ে ফেলে দিয়ে ইয়াসির দুবাই পালিয়ে যায়। আমেনার মরদেহ গত ৩ অক্টোবর আনোয়ারার পরিত্যক্ত একটি ইটভাটা থেকে উদ্ধার করা হয়। 

স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে আসামিরা জানায়, ইয়াসির ও তার বন্ধুরা একসাথে মাদক সেবনের পর পরিকল্পিতভাবে আমেনাকে হত্যা করে। হত্যার পর মরদেহ লুকিয়ে ফেলে তারা পালিয়ে যায়। 

এ ঘটনায় পিবিআইয়ের তদন্ত অব্যাহত রয়েছে এবং পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।