সোমবার   ডিসেম্বর ২৩ ২০২৪   ৮  পৌষ  ১৪৩১


দব্যমূল্যের উর্ধ্বমূখী নিয়ন্ত্রণে কাজ করছে যুবকরা

Mohammad Obaidullah Chowdhury

Updated 24-Oct-28 /   |   চট্রগ্রাম জেলা প্রতিনিধি   Read : 99
সবজি উৎসব
সবজি উৎসব
সবজি উৎসব

চট্টগ্রামের পটিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের একদল যুবক নিজেদের উদাহরণ হিসেবে জনগণের সেবায় এগিয়ে আসার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। রংধনু ফাউন্ডেশন নামের এই সংগঠনটি সম্প্রতি সপ্তাহব্যাপী এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে, যেখানে তারা নিত্য প্রয়োজনীয় সবজি সুলভ মূল্যে বিক্রি করছে।

সংগঠনের সদস্য আবসার উদ্দিন সোহেল বলেন, “বর্তমানে দ্রব্যমূল্য বৃদ্ধি হওয়ায় মধ্যবিত্তরা বাজার করতে গিয়ে হতাশায় ভুগছেন। এ বিষয়টি নজরে আসতেই আমরা ভিন্ন চিন্তা প্রয়োগ করে জনগণের পাশে দাঁড়ানোর কৌশলগত কিছু পরিকল্পনা গ্রহণ করেছি।” এই উদ্যোগে ৯ নম্বর ওয়ার্ডের স্থানীয় যুবক মোহাম্মদ বেলাল, সোহাগসহ আরও অনেকে যোগ দেন।

সপ্তাহব্যাপী এই সবজি উৎসবের মাধ্যমে তরুণরা নিত্য প্রয়োজনীয় সবজি কম দামে বিক্রি করে জনগণের মুখে হাসি ফোটানোর চেষ্টা করছে। প্রথম দিন সুন্দরভাবে সম্পন্ন করায় রংধনু ফাউন্ডেশন জনগণের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে। স্থানীয় বাসিন্দারা এই সেবা কার্যক্রমকে সাধুবাদ জানিয়ে মানবতার সেবায় নিয়োজিত এসব যুবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

রংধনু ফাউন্ডেশন জানিয়েছে, তাদের উদ্দেশ্য জনগণের সেবায় কাজ করা এবং মানুষের জীবনযাত্রার মান উন্নত করা। তারা আশা করছে, এ ধরনের জনসেবা মূলক উদ্যোগ সবসময় মানুষের দৃষ্টিতে আদর্শ হিসেবে স্থায়ী হবে।