শরণখোলা উপজেলার ৪ নং সাউথখালী ইউনিয়ন শাখার উদ্যোগে তাফালবাড়ি বাজারের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিচতলায় কোরআন তেলাওয়াত ও ইসলামী সংগীত পরিবেশনার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ শরণখোলা উপজেলা শাখার সভাপতি ও বিশিষ্ট ইসলামিক নেতা মাস্টার মোহাম্মদ রুহুল আমিন সরদার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহ-সভাপতি মুফতি রফিকুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা ইয়াসিন আরাফাত, এবং সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু মুসা সাঈফি। এ সময় জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ ও ইসলামী শ্রমিক আন্দোলনের নেতৃবৃন্দ সহ অন্যান্য সংগঠনের প্রতিনিধি ও স্থানীয় ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন। সভাপতির দায়িত্ব পালন করেন জনাব মোঃ তৈয়বুর রহমান তালুকদার, এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন মোঃ আকরাম হোসেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বৈষম্য বিরোধী আন্দোলনের গুরুত্ব তুলে ধরে বলেন, "গণহত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার, দুর্নীতিবাজদের গ্রেফতার, এবং অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা উচিত।" তিনি আরও বলেন, "নির্বাচন কমিশন পুনর্গঠন এবং সংখানুপাতিক নির্বাচন পদ্ধতির বাস্তবায়ন প্রয়োজন।"