সোমবার   ডিসেম্বর ২৩ ২০২৪   ৮  পৌষ  ১৪৩১


চৌগাছায় সন্ত্রাসী হামলায় পল্লী চি‌কিৎসক নিহত

মোঃ জুবায়ের হোসেন

Updated 24-Oct-30 /   |   চৌগাছা (যশোর) উপজেলা প্রতিনিধি   Read : 64
সন্ত্রাসী হামলায় নিহত আ‌নিচুর রহমান (ফাইল ছ‌বি)

যশোরের চৌগাছায় সন্ত্রাসীদের হামলায় আনিসুর রহমান (৫৫) নামে এক পল্লী চিকিৎসক নিহত হয়েছেন। মঙ্গলবার রাত ৮টার দিকে নিজ বাড়ির নিকটবর্তী জগন্নাথপুর উত্তরপাড়া মোড়ের চায়ের দোকান থেকে বাড়ি ফেরার পথে সন্ত্রাসীরা আনিসুর রহমানকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। তাকে রক্ষা করতে গিয়ে তার ফুফাতো ভাই আব্দুস সালামও হামলার শিকার হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চৌগাছা হাসপাতালে নিয়ে গেলে আনিসুর রহমানকে গুরুতর অবস্থায় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোর ৪টার দিকে তিনি মারা যান।

 

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হারুন-অর-রশিদ জানান, নিহত আনিসুরের শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে এবং অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

 

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি হাসান বলেন, এ হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ জড়িতদের চিহ্নিত ও গ্রেফতারে অভিযান শুরু করেছে।