রবিবার   ডিসেম্বর ২২ ২০২৪   ৮  পৌষ  ১৪৩১


১৩ নভেম্বর ধর্মপুর দরবার শরীফে পবিত্র ওরশ ও ফাতেহা শরীফ অনুষ্ঠিত হবে

Mohammad Obaidullah Chowdhury

Updated 24-Nov-13 /   |   চট্রগ্রাম জেলা প্রতিনিধি   Read : 70
হুজুর মোবারক
হুজুর মোবারক

চট্টগ্রামের ঐতিহ্যবাহী ধর্মপুর দরবার শরীফে ১৩ নভেম্বর হযরত গউসুল আযম খুলনবী (রাঃ) এর পবিত্র ওরশ ও ফাতেহা শরীফ এবং হযরত শাহ মাওলানা সৈয়্যদ মুহাম্মদ ইসলাম চাটগামী (রহঃ) এর ফাতেহা শরীফ অনুষ্ঠিত হবে। এই আয়োজনে সভাপতিত্ব করবেন পীরে কামেল হযরতুলহাজ্ব আল্লামা কাযী সৈয়্যদ মুহাম্মদ আবদুশ শাকুর রায়হান আল আযিযী নক্সবন্দী মোজাদ্দেদী চাটগামী (মাঃজিঃআঃ)।

অনুষ্ঠানে ধর্মপ্রাণ মুসলমান ভাইদের উপস্থিতির জন্য দ্বীনের দাওয়াত জানানো হয়েছে। আয়োজকরা জানিয়েছেন, যারা মনে করেন ওরশে শরিয়ত বিরোধী কার্যক্রম হয়, তাদের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে ধর্মপুর দরবারের কঠোর শরিয়ত মেনে উদযাপন দেখতে আমন্ত্রণ জানানো হয়েছে। হুজুর মোবারকের উপস্থিতি ও ধর্মপুর দরবারের দৃষ্টিভঙ্গি শরিয়ত মেনে চলায় কতটা গুরুত্ব দেয়, তা দেখে যাওয়ার অনুরোধ করা হয়েছে।