সোমবার   ডিসেম্বর ২৩ ২০২৪   ৮  পৌষ  ১৪৩১


প্রতিবন্ধী হয়েও সঞ্চয় প্রকল্পে জমিয়েছেন টাকা, পেলেন পুরুষ্কার

Faridul Islam Surjo

Updated 24-Nov-14 /   |   নাগেশ্বরী (কুড়িগ্রাম) উপজেলা প্রতিনিধি   Read : 133

নাগেশ্বরী উপজেলার একজন প্রতিবন্ধী যুবক মোঃ শাহিন আলম। প্রতিদিন জীবিকার তাগিদে উপজেলার বিভিন্ন হাটবাজারে ভিক্ষা করে জীবনযাপন করেন তিনি। তবে কঠিন এই জীবনের মধ্যেও তিনি নিজের ভবিষ্যতের জন্য সঞ্চয় করার চেষ্টায় ছিলেন। প্রতিদিন ভিক্ষার আয় থেকে সামান্য কিছু টাকা সঞ্চয় করতেন নাগেশ্বরী যুব উন্নয়ন সংগঠনের সঞ্চয় প্রকল্পে।

এভাবে সঞ্চয় করতে করতে শাহিন আলম এখন পর্যন্ত সর্বমোট ৩০০ টাকা জমাতে সক্ষম হন। গত ১১ই নভেম্বর তিনি নিজের জমানো টাকা ফেরত নিতে আসেন সংগঠনের কার্যালয়ে। এ সময় সংগঠনের কার্যনির্বাহী সদস্য এবং সিনিয়র স্বেচ্ছাসেবক মোঃ সাদিকুল ইসলাম তাকে দেখে অত্যন্ত খুশি হন এবং তার এই প্রচেষ্টাকে স্বীকৃতি দেওয়ার জন্য বিশেষ সম্মাননা স্বরূপ শাহিন আলমকে একটি ফুল হাতা টি-শার্ট উপহার দেন।

নাগেশ্বরী যুব উন্নয়ন সংগঠনের এই মানবিক উদ্যোগ শাহিন আলমকে নতুন উদ্দীপনা দিয়েছে। সংগঠনের সদস্যরা জানান, সমাজের পিছিয়ে পড়া মানুষদের জন্য এমন উদার এবং সহযোগিতামূলক পদক্ষেপ নেওয়া তাদের দায়িত্বের অংশ।