সোমবার   ডিসেম্বর ২৩ ২০২৪   ৮  পৌষ  ১৪৩১


চট্টগ্রাম বান্দরবানে ১০ জঙ্গী জামিন মঞ্জুর করছে আদালত

Mohammad Obaidullah Chowdhury

Updated 24-Nov-18 /   |   চট্রগ্রাম জেলা প্রতিনিধি   Read : 73
ছবি
ছবি
ছবি

বান্দরবানে দেশদ্রোহী ও নাশকতা মামলায় র‌্যাবের অভিযানে গ্রেপ্তার হওয়া জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বিয়ার ১০ সদস্যের জামিন মঞ্জুর করেছে আদালত।

সোমবার (১৮ নভেম্বর) বিকাল সাড়ে ৩ টার সময় বান্দরবান জেলা ও দায়রা জজ আদালতের বিচারক। মোহাম্মদ মোসলেহ উদ্দিন এ জামিন মঞ্জুর করেন।জামিন প্রাপ্তরা হলেন, বরিশাল কোতোয়ালী এলাকার আব্দুস সালাম (২৮), পটুয়াখালী মহিপুর এলাকার মোঃ ওবায়দুল্লাহ (৩০), কুমিল্লার লাকসাম এলাকার যোবাইয়ের আহম্মেদ (২৯), পটুয়াখালীর মির্জাগঞ্জ এলাকার জুয়েল মাহামুদ (২৭), পটুয়াখালী দশমিনা এলাকার শামীম হোসেন (২৬), মুন্সিগঞ্জ টঙ্গীবাড়ী এলাকার রিয়াজ শেখ (২৪), বরগুনা বেতাগী এলাকার মোঃ সোহেল মোল্লা (২২), মাগুরা বালিদিয়া এলাকার মোঃ আবু হোরায়রা (২২), কুমিল্লা সদর এলাকার মোঃ দিদার হোসেন (২৫) ও চট্টগ্রাম মোহাম্মদপুর এলাকার মোঃ ইমরান হোসেন (৩৫)।

মামলা সূত্রে জানা যায়, ২০২২ সালে সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনা করে বান্দরবানের বিভিন্ন দূর্গম এলাকা থেকে জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বিয়ার ৩২ সদস্যকে গ্রেপ্তার করে র‌্যাব। আজ আদালতে তাদের মধ্য থেকে জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে কথিত ১০ জঙ্গি সদস্যকে জামিন মঞ্জুর করে আদালত।বান্দরবান জেলা ও দায়রা জজ আদালতের রাষ্ট্র পক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি জয়নাল আবেদিন ভূঁইয়া এর সত্যতা নিশ্চিত করে বলেন, আদালতে আবেদনের পরিপ্রেক্ষিতে জনপ্রতি ৫ হাজার টাকা বন্ডে জামিন মঞ্জুর করেছে আদালত।

প্রসঙ্গত, এর আগে গত ২৪ নভেম্বর ৪টি মামলায় একই সংগঠনের ৩২ সদস্যকে জামিন দেওয়ার পর জামিনের শর্ত ভঙ্গের কারণে জামিন বাতিল করেছিল আদালত।