রবিবার   ডিসেম্বর ২২ ২০২৪   ৮  পৌষ  ১৪৩১


রাজশাহীতে ছাত্রলীগ কর্মীকে পুলিশে দিল ছাত্রদল

Mahmud

Updated 24-Dec-02 /   |   মতিহার (রাজশাহী) উপজেলা প্রতিনিধি   Read : 45

রাজশাহীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগ কর্মী আকিফ-ই-রাব্বীকে আটক করে পুলিশে দিয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা। রাব্বী নগরীর সাগরপাড়া এলাকার গোলাম নবীর ছেলে।

সোমবার (২ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে সিটি কলেজের সামনে থেকে তাকে আটক করে পুলিশে দেওয়া হয়।

জানা গেছে, ছাত্রলীগ কর্মী আকিফ-ই-রাব্বী কলেজের সামনের রাস্তা দিয়ে যাচ্ছিলেন। এসময় রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদলের সদস্য সচিব এমদাদুল হক লিমনসহ কয়েকজন তাকে আটক করে তাকে জিজ্ঞাসাবাদ করেন। ছাত্রদল নেতারা জানিয়েছেন আকিফ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে মিলে শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছিল। এ ছাড়া ৫ আগস্ট রাজশাহীতে ছাত্র-জনতার ওপর দুইহাতে গুলি চালানো জহিরুল হক রুবেলের সঙ্গেও ছাত্রলীগকর্মী আকিফের ছবি দেখান ছাত্রদল নেতারা তিনি।

ছাত্রদল নেতা এমদাদুল হক লিমন বলেন, “মেহেদী হাসান রনির সঙ্গে এই আকিফ ৪ ও ৫ আগস্ট ছাত্র-জনতার ওপর হামলায় অংশ নিয়েছিল। এখনও রনির সঙ্গে যোগাযোগ রয়েছে তার। এখনও ছাত্রলীগের যে নেতাকর্মীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে।”

বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ বলেন, “আটক ছাত্রলীগ কর্মীকে থানায় নিয়ে এসে রাখা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”