কুমিল্লার দাউদকান্দি উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। আজ শনিবার সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টার মধ্যে এ দুটি দুর্ঘটনা ঘটেছে।
নিহতেরা হলেন বোরহান উদ্দিন (২২), মোহাম্মদ আলী (৩০), মায়ানুর আক্তার (৩৫) এবং ১১ ও ৪ বছর বয়সের অজ্ঞাত দুই শিশু।
পুলিশ ও নিহত ব্যক্তিদের স্বজনেরা জানায়, দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজার থেকে ইটবোঝাই একটি ট্রাক্টর উপজেলার মলয় বাজারের দিকে যাচ্ছিল। সকাল সাড়ে ৯টার দিকে ট্রাক্টরটি ঢাকা-কচুয়া সড়কের দাউদকান্দি উপজেলার শায়েস্তানগর এলাকায় পৌঁছালে নোয়াখালী থেকে ঢাকাগামী বাস সেটিকে ধাক্কা দেয়। এতে ট্রাক্টরটি মহাসড়কের পাশের খাদের পানিতে পড়ে যায়। এতে ট্রাক্টর আরোহী দিনমজুর বোরহান মিয়া (২২) ও অজ্ঞাত দিনমজুর (৩০) ঘটনাস্থলেই মারা যান। ট্রাক্টরের চালক সুলতান আহমেদ এবং দুই দিনমজুর গুরুতর আহত হন। আহত ব্যক্তিদের বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। নিহত দিনমজুর বোরহান উদ্দিন দাউদকান্দি উপজেলার লক্ষ্মীপুর গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে ও মোহাম্মদ আলী জামালপুর সদরের সৈয়দ আলীর ছেলে।
দাউদকান্দি মডেল থানার উপপরিদর্শক (এসআই) হেলাল উদ্দিন বলেন, নিহত দুজনের লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। ট্রাক্টরটি তোলার চেষ্টা চলছে।
পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি দিনমজুর বোরহান উদ্দিনকে হারিয়ে পরিবারটি দিশাহারা হয়ে পড়েছে। বোরহান উদ্দিনের স্ত্রী তানজিনা আক্তার দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিলাপ করতে করতে বলেন, আড়াই বছর আগে তাঁদের বিয়ে হয়। ছয় মাসের একটি মেয়ে আছে। এখন তাদের কী হবে?
এদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার দাউদকান্দি উপজেলার দৌলতপুরে সকাল সাড়ে ১০টায় চান্দিনার নবাবপুর থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার যাত্রী স্থানীয় বাসরা গ্রামের গৃহবধূ মায়ানুর আক্তার (৩৫) ঘটনাস্থলেই মারা যান। এছাড়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর দুই শিশুর মৃত্যু হয়।
দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জান্নাতুল নাঈমা বলেন, আহত যাত্রীদের অবস্থা আশঙ্কাজনক।
ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান কউসিক আহমেদ বলেন, দুর্ঘটনাকবলিত বাস ও অটোরিকশাটি হাইওয়ে থানার হেফাজতে রাখা হয়েছে। নিহত গৃহবধূর লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।