সোমবার   ডিসেম্বর ২৩ ২০২৪   ৮  পৌষ  ১৪৩১


নওগাঁর আত্রাইয়ে বেগম রোকেয়া ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালিত

মোঃ আরাফাত আলী

Updated 24-Dec-09 /   |   নওগাঁ জেলা প্রতিনিধি   Read : 12

নওগাঁর আত্রাইয়ে মহিলা বিষয়ক অধিদপ্তর, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে উপজেলা প্রশাসনের সহযোগিতায় (৯ ডিসেম্বর) সোমবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ সভা কক্ষে আন্তর্জাতিক।

নারী প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে শ্রেষ্ঠ জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক কার্যক্রমের আওতায় শ্রেষ্ঠ জয়িতাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার মোঃ মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামাল হোসেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিনথিয়া হোসেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার এসএম নাসির উদ্দিন, আত্রাই থানার অফিসার ইনচার্জ শাহাবুদ্দিন, কৃষি অফিসার প্রশেনজিৎ তালুকদার প্রমুখ।

আলোচনা সভা শেষে উপজেলার অর্থনৈতিক সাফল্য অর্জনকারী হিসাবে মনিয়ারী গ্রামের ভারতী রাণী,শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জন কারী হিসেবে পাঁচুপুর গ্রামের জবা রাণী ঘোষ, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন জীবন শুরু করা হিসেবে মোছাঃ হীরা খাতুন, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় সাহেব গঞ্জ গ্রামের শামীমা আক্তার, মোট ৪ জন মহিলা কে শ্রেষ্ঠ জয়িতা হিসেবে পুরস্কার ও সংবর্ধনা দেওয়া হয়েছে।