রবিবার   ডিসেম্বর ২২ ২০২৪   ৮  পৌষ  ১৪৩১


প্রচণ্ড শীতে মানুষের পাশে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির

Mahmud

Updated 24-Dec-10 /   |   মতিহার (রাজশাহী) উপজেলা প্রতিনিধি   Read : 281

শীতার্ত মানুষের কষ্ট লাঘবে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা আজ (৯ ডিসেম্বর) রাতে "শীতবস্ত্র উপহার কর্মসূচি" সফলভাবে সম্পন্ন করেছে। প্রচণ্ড কুয়াশাচ্ছন্ন রাতে ছাত্র শিবিরের সদস্যরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে বিশ্ববিদ্যালয়ের হল, ফ্যাকাল্টি এবং ক্যাম্পাসের নৈশপ্রহরীসহ বিভিন্ন পর্যায়ে কর্মরতদের খোঁজখবর নিয়ে শীতবস্ত্র উপহার প্রদান করেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবিরের সভাপতি আব্দুল মোহাইমিন আরো বলেন,আমরা মনে করি, মানবতার সেবা ও সামাজিক দায়বদ্ধতা আমাদের নৈতিক কর্তব্য। এই উদ্যোগের মাধ্যমে শীতার্ত মানুষদের মুখে সামান্য হাসি ফোটাতে পেরে আমরা গভীরভাবে অনুপ্রাণিত। এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ। আমরা সবার কাছে দোয়া ও সহযোগিতা কামনা করছি যেন মানবতার সেবায় আরও বেশি অবদান রাখতে পারি।