শনিবার   এপ্রিল ৫ ২০২৫   ২১  চৈত্র  ১৪৩১


বদলগাছীতে জনগনের তোপের মুখে আইন শৃঙ্খলা সভা স্থগিত করতে বাধ্য হলেন ইউএনও

মোঃ আরাফাত আলী

Updated 24-Dec-29 /   |   নওগাঁ জেলা প্রতিনিধি   Read : 28

সাধারণ জনতা ও বিএনপির তোপের মুখে আইন শৃঙ্খলা সভা স্থগিত করতে বাধ্য হলেন বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহবুব হাসান। 

 

আজ রবিবার (২৯শে ডিসেম্বর) সকাল ১১ টায় নওগাঁ জেলার বদলগাছী উপজেলায় এই ঘটনাটি ঘটেছে।

 

জানা গেছে, গত ৫ই আগস্ট দেশের রাজনৈতিক পটভূমি পরিবর্তন হলেও আওয়ামী লীগের চেয়ারম্যানদের নিয়ে সভা সেমিনার করে আসছে উপজেলা প্রশাসন। বিভিন্ন সময়, বারবার উপজেলা প্রশাসনকে বিষয়টি জানানোর পরেও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আওয়ামী দোসরদের নিয়ে বিভিন্ন সভা পরিচালনা করে আসছিলেন। 

 

এরই ধারাবাহিকতায় সাধারণ জনগণ ও কিছু বিএনপির নেতা কর্মীরা ক্ষিপ্ত হয়ে আজ সকালে আইন শৃঙ্খলা সভায় আওয়ামী লীগের চেয়ারম্যানদের সভায় উপস্থিত হতে বাঁধা দেয়। এক পর্যায়ে হট্টগোল শুরু হলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। পরে উপজেলা প্রশাসন আইন শৃঙ্খলা সভা স্থগিত করেন।