শনিবার   এপ্রিল ৫ ২০২৫   ২১  চৈত্র  ১৪৩১


৫ দফা দাবিতে রুয়েট শিক্ষার্থীদের তালামারিতে অবস্থান। রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ

Mahmud

Updated 24-Dec-30 /   |   মতিহার (রাজশাহী) উপজেলা প্রতিনিধি   Read : 42

গত ১৬ ডিসেম্বর নগরীর পদ্মা আবাসিক এলাকায় স্থানীয় দুষ্কৃতিদের দ্বারা দফায় দফায় আক্রান্ত হন রুয়েট শিক্ষার্থী এবং শিক্ষকরা। সে ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার করা হলেও দুই দিনের ব্যবধানে ছাড়া পেয়ে যান তারা। শিক্ষার্থীদের প্রশ্ন, যেখানে তাদের সহপাঠী এখনো হাসপাতালের বিছানায় চিকিৎসাধীন, সেখানে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে অবহেলা করা হচ্ছে কেন? 
এমতাবস্থায় ক্রমাগত নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। এরই জেরে আজ পুনরায় কর্মসূচি পালন করছেন তারা, যেখানে জানানো হয়েছে ৫টি দাবি-

১. হামলার সাথে জড়িত প্রত্যেককে এই মুহুর্তে গ্রেফতার করে দ্রুততম সময়ে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।ধৃত আসামিদের রিমান্ড এর বদলে জামিন ও অন্যান্য আসামিদের ধরতে না পারার বিষয়ে সুস্পষ্ট জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।

২. রাজশাহীর আবাসিক এলাকাগুলো অস্ত্র,মাদক ও সন্ত্রাসমুক্ত করতে হবে।অক্ট্রয় মোর, মোন্নাফের মোর সহ রুয়েট এর আশপাশে উপরোক্ত সমস্যার প্রকোপ নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নিতে হবে।

৩. রুয়েট ও এর আশেপাশের এলাকাগুলোর চুরি, ছিনতাই মুক্ত করতে হবে।দোষীদের বিচার,হারানো মালামাল জব্দের ব্যবস্থা করতে হবে।

৪. রুয়েটবাসীর নিরাপত্তার স্বার্থে রুয়েট এর আশেপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত টহল নিশ্চিত করতে হবে।

৫. দ্রুততম সময়ের মধ্যে তালাইমারী তে পুলিশ বক্স এর ব্যবস্থা করতে হবে।