শনিবার   এপ্রিল ৫ ২০২৫   ২১  চৈত্র  ১৪৩১


নগর বাজারে 'মানবতার সেবা'র উদ্যোগে দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ

মোঃ আরাফাত আলী

Updated 24-Dec-31 /   |   নওগাঁ জেলা প্রতিনিধি   Read : 73

নওগাঁর রানীনগর উপজেলার নগর বাজারে একটি অরাজনৈতিক মানব সেবামূলক সংগঠন 'মানবতার সেবা'র উদ্যোগে অসহায়, দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 

 

'মানবতার সেবা' সংগঠনের সভাপতি মো: রায়হানুল হকের সভাপতিত্বে আজ মঙ্গলবার (৩১ডিসেম্বর) নগরব্রীজ মোড়ে বিকাল ৪টায় এ কর্মসূচি পালিত হয়।

 

উক্ত অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন মো: আব্দুল মতিন। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য মো:শাহিনুর ইসলাম সাগর, মো:আব্দুল ওহাব, সাব্বির হোসেন, রাকিব, হৃদয় সহ আরো অনেকে। এছাড়াও সাংবাদিক রায়হান, আরিফসহ সমাজের অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।

 

সংগঠনটির সভাপতি মো:রায়হানুল হক বলেন 'মানবতার সেবা সংগঠনটি সম্পূর্ণ অরাজনৈতিক এবং মানব সেবামূলক একটি সংগঠন। আমাদের হাত ধরেই আসুক সমাজের পরিবর্তন এই প্রতিপাদ্যকে সামনে রেখেই আমাদের পথচলা। আমরা চাই আমাদের এসব সেবামূলক কার্যক্রমে উৎসাহিত হয়ে সমাজের সকল পর্যায়ের মানুষ বিশেষ করে বিত্তশালীরা যেনো অসহায় মানুষের পাশে দাঁড়ায়।'