গত ২ জানুয়ারি গঠিত কুড়িগ্রাম জেলা গণঅধিকার পরিষদের বিতর্কিত কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছে গণ, যুব, ছাত্র ও শ্রমিক অধিকার পরিষদ সহ তৃণমূল নেতৃ বৃন্দ।।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ যুব অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, যুব অধিকার পরিষদ রংপুর বিভাগীয় উপকমিটির সদস্য ও জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মাহমুদুল হাসান জুয়েল, সাংগঠনিক সম্পাদক প্রার্থী মিনারুল ইসলাম সহ, জেলা ছাত্র, যুব, শ্রমিক অধিকার পরিষদের বিভিন্ন নেতৃবৃন্দ।।।
বিভাগীয় উপকমিটির এড. সাজ্জাদ হোসেন পলাশ কে সভাপতি, মাহমুদুল হাসান জুয়েল কে সাধারণ সম্পাদক এবং মিনারুল ইসলাম কে সাংগঠনিক সম্পাদক করে কমিটির খসরা অনুমোদনের জন্য কেন্দ্রে প্রেরণ করেন।।
কিন্তু প্রস্তাবিত কমিটি উপেক্ষা করে ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা টাকার বিনিময়ে তার বাবার মাধ্যমে কমিটি গঠন করে ফেসবুকে প্রকাশ করেন।
বিভিন্ন সুত্রে জানা যায় ইয়ামিন মোল্লা ক্ষমতার অপব্যবহার করে টাকার বিনিময়ে কমিটি দিয়েছেন।
প্রকাশিত জেলা গণঅধিকার পরিষদের কমিটি নিয়ে রংপুর বিভাগীয় উপকমিটির সদস্য হানিফ খান সজিবের মতামত জানতে চাইলে তিনি জানান এই কমিটি বিষয়ে বিভাগীয় উপকমিটি অবগত নন এবং উপকমিটির প্রস্তাবিত কমিটি এটি নয়।
অতিশীঘ্রই এই বিতর্কিত কমিটি বাতিল না করলে বিক্ষোভ সমাবেশ সহ গণ পদত্যাগের কথা বলেছেন অঙ্গ সংগঠন সমূহের বিভিন্ন নেতৃবৃন্দ।।