বাংলাদেশ জামায়াতে ইসলামী সোনাগাজী উপজেলার চরছান্দিয়া ইউনিয়ন জামায়াতের আগামী ২৬ তারিখ কর্মী সম্মেলনকে কেন্দ্র করে বিশাল শোডাউন করার প্রস্তুতি গ্রহণ করেছে দলটির নেতাকর্মীরা। সেই লক্ষ্যে ওয়ার্ডভিত্তিক ব্যাপক প্রচার ও মাইকিংসহ দিন রাত জনসাধারণের দুয়ারে হাজির হচ্ছে দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
এ ক্ষেত্রে ভুলে যায়নি দলটির জোটের অন্যতম শরীক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও যুবদল নেতৃবৃন্দকে অনুষ্ঠানের দাওয়াত প্রদান করেন ইউনিয়ন জামায়াতের আমীর মজিবুর রহমান উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র জামাল উদ্দিন সেন্টু, পৌর কমিশনার ইমাম উদ্দিন ভুঁঞা ও উপজেলা যুবদলের আহ্বায়ক প্রভাবশালী নেতা খুরশিদ আলম ভুঁইয়াকে কর্মী সম্মেলনের নিমন্ত্রণ পত্র প্রদান করেন।
উল্লেখ্য চরছান্দিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন আগামী ২৬ জানুয়ারী রোজ রবিবার বিকেলে চরছান্দিয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন দলটির ইউনিয়ন আমীর মজিবুর রহমান।