বান্দরবানের বালাঘাটা এলাকার ব্রিগেড সংলগ্ন স্থানে পাহাড় কাটা প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসিফ রায়হান।
প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর বান্দরবান পার্বত্য জেলার পরিদর্শক মোহাম্মদ নুর উদ্দিন। অভিযানে একজনকে অবৈধভাবে পাহাড় কাটার সঙ্গে যুক্ত থাকার দায়ে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়, যা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন।