শনিবার   এপ্রিল ৫ ২০২৫   ২১  চৈত্র  ১৪৩১


টংগাবতি আরুং আনৈই ম্রো ছাত্রাবাসে পিসিসিপি'র শিক্ষা সহায়তা উপকরণ উপহার বিতরণ

Romjan Ali

Updated 25-Feb-21 /   |   বান্দরবন সদর (বান্দরবন) উপজেলা প্রতিনিধি   Read : 42
টংগাবতি আরুং আনৈই ম্রো ছাত্রাবাসে পিসিসিপি'র শিক্ষা সহায়তা উপকরণ উপহার বিতরণ

হারিয়ে যাওয়া ম্রো ভাষা সংরক্ষন ও ম্রো শিক্ষার্থীদের নিজস্ব ভাষায় শিক্ষাদানের লক্ষ্যে ম্রো লেখক ইয়াং ইয়াং ম্রো এর তৈরি করা বান্দরবানের টংগাবতি ইউনিয়নে 'আরুং আনৈই' স্কুল ও ছাত্রাবাসে শিক্ষা সহায়তা উপকরণ উপহার দিয়েছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ,বান্দরবান পার্বত্য জেলা।

আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে আজ (শুক্রুবার) বেলা ১১ ঘটিকার সময় শিক্ষা উপকরণ বিতরন করে পিসিসিপি। এ সময় উপস্থিত ছিলেন পিসিসিপি বান্দরবান জেলা সভাপতি মোঃ আসিফ ইকবাল, পিসিসিপি বান্দরবান জেলা সাংগঠনিক সম্পাদক মোঃ তানভির হোসেন ইমন সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দগণ। 

১২ জাতির ঐক্যতান সম্প্রীতির বান্দরবান গড়ার প্রত্যয়ে পার্বত্য চট্টগ্রামের সকল সম্প্রদায়ের সমঅধিকার ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। পাহাড়ের পিছিয়ে পড়া জনগোষ্ঠী ও দূর্গম এলাকার শিক্ষার্থীদের শিক্ষা নিশ্চিতে আগামীতেও পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ কাজ করে যাবে, ইনশাআল্লাহ।